গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত
গাইবান্ধা প্রতিনিধি:
|
গাইবান্ধার সুন্দরগঞ্জের দক্ষিণ ধোপাডাঙ্গায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিন জন নিহত হয়েছে। নিহতরা হলেন, ওই গ্রামের সৈয়দ আলীর স্ত্রী রেখা বেগম (৫৮), তার ছেলে আজাউল হক (৩৬) ও তার নাতী অপর ছেলে আব্দুর রাজ্জাকের ছেলে সুজন মিয়া (১৩)। ![]() গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত ধোপাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোখলেছুর রহমান রাজু জানান, শুক্রবার গোধুলি লগ্নে রেখা বেগম বাড়ির পাশে ক্ষেত থেকে শাক তুলতে যান। এ সময় জমিতে ছিড়ে পরে থাকা ওই এলাকা দিয়ে চলে যাওয়া পিডিবির বিদ্যুৎ সরবরাহের লাইনের একটি তার রেখা বেগমের পায়ে জড়িয়ে পরে। তখন তিনি চিৎকার করেন। তা শুনতে পেয়ে সুজন মিয়া ঘটনাস্থলে গিয়ে দাদিকে বাঁচাতে চেষ্টা করে। এতে সে বিদ্যুৎপৃষ্ট হয়ে ছিটকে পরে যায় এবং গুরুতর আহত হয়। খ বর পেয়ে রেখা বেগমের ছেলে আজাউল হক মাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হন। তিনি আরও জানান, রেখা বেগম ও তার ছেলে আজাউল হক ঘটনাস্থলে মারা যান এবং গুরুতর আহত অবস্থায় সুজন মিয়াকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্যাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তিনটি লাশই দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে তাদের বাড়িতে রয়েছে। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে। ডেল্টা টাইমস্/মোঃ মজিবুল হক(ছানা)/সি আর/এস এ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |