মতলব উত্তর এসিল্যান্ডের সরকারি গাড়ি ব্যবহার করছেন স্বামী
মনিরুল ইসলাম মনির, মতলব (উত্তর):
প্রকাশ: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০, ৮:৩০ পিএম

সরকারি গাড়ির অপব্যবহার করা ও ব্যক্তিগত কাজে ব্যবহার না করতে নিষেধাজ্ঞা রয়েছে মন্ত্রণালয়ের। অথচ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা’র সরকারি গাড়ি ব্যবহার করছেন তাঁর স্বামী।

অনুসন্ধানে জানাগেছে, মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিবা শাপলা’র নামে বরাদ্ধকৃত সরকারি গাড়ি করে প্রতিদিন সকালে চাঁদপুর সদরে যান তাঁর স্বামী। বিকেলে আবার ওই গাড়ি করে মতলব উত্তর উপজেলা পরিষদ কোয়াটারে ফিরেন।

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা’র সরকারি গাড়ী।

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা’র সরকারি গাড়ী।

সরকারের পক্ষ তাকে সরকারি কাজে ব্যবহারের জন্য সাদা রংয়ের উন্নতমানের একটি গাড়ি দেয়া হয়। নিয়ম রয়েছে সরকারি কাজ ছাড়া উপজেলার বাইরে গাড়ি নিয়ে যেতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ও সংশ্লিষ্ট কারণ থাকতে হবে। উপজেলা থেকে শহরের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। প্রতিদিন ১৪০ কিলোমিটার যাতায়াত করা হয়। এসব কারণে সরকারি গাড়ি ব্যবহার করায় জ্বালানী তেল লাগছে বেশি। অন্যদিকে ব্যক্তিগত কাজে গাড়ি ব্যবহার করায় বদনাম ছড়াচ্ছে।
মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা’র স্বামী চাঁদপুর জেলা আনসার ভিডিপি সহকারি কমান্ডার শাহ নেওয়াজ।
নাম না প্রকাশে বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিন সরকারি গাড়ি ব্যবহার করে এসিল্যান্ড এর স্বামী চাঁদপুরে যাতায়াত করে থাকেন। এক্ষেত্রে ব্যবহার করেন সরকারি গাড়ি। এ ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থা নেয়া উচিৎ।  গাড়ির চালক বলেন, স্যার আমাকে যেখানে যেতে বলে আমি যাই।

সহকারি কমিশনার (ভূমি) আফরোজা হাবিব শাপলা বলেন, চাঁদপুরে গাড়ি মেরামত, মতলবে তেল আনতে ওইদিকে গেলে তাকে (শাহ নেওয়াজ) কে নামিয়ে দেয়া হয়। এছাড়া আমি অফিসের কাজে চাঁদপুর গেলে তাকে সাথে করে নিয়ে যাই।

সরকারি যেকোন যানবাহন ব্যক্তিগত কাজে ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা রয়েছে জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নেহাশীষ দাশ বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি ব্যক্তিগত কাজে সরকারি গাড়ির ব্যবহার করেন তা ঠিক হবে না। তবে, চাইলেই তার ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না।


ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ






« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com