ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নীল দল
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ৯:৩০ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল করোনার কারণে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তারা মনোনয়নই জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নীল দল।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নীল দল

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নীল দল


এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ছিল ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত। ঘোষিত সময়ে মধ্যে কোনো প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেননি। এ অবস্থায় নির্বাচনের তফসিল অনুসারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হল।

নীল দল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কিনা- জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, যেহেতু অন্য কোনো প্যানেল মনোনয়ন জমা দেয়নি, তাই নীল দলই বেসরকারিভাবে জয়ী। এখন এটা ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন নির্বাচন কমিশনার।

নীল দলের প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকায় সভাপতি পদে আছেন আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পুষ্টি ও খাদ্য ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সহসভাপতি পদে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ ও অধ্যাপক নিসার হোসেন।




ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com