তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ বিড়িসহ মদের চালান জব্দ
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
|
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত দিয়ে চোরাই পথে আনা ভারতীয় মদের চালানসহ বিপুল পরিমাণ নাসির উদ্দিন বিড়ি জব্দ করেছে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্তের চাঁনপুর বিওপির একটি নিয়মিত টহল দল, রোববার (২০ ডিসেম্বর) বিকেল ৪ টা ৩০ মিনিটের সময় উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা থেকে ২ হাজার ২শত ৪০ প্যাকেট নাসির বিড়ি আটক করে। যার আনুমানিক মূল্য ৯৫ হাজার দুই শত টাকা।’ ![]() তাহিরপুর সীমান্তে বিপুল পরিমাণ বিড়িসহ মদের চালান জব্দ একইদিনে, লাউরগড় বিওপির টহল দল বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা হতে ১ হাজার ১শত ২০ প্যাকেট নাসির বিড়ি জব্দ করেছে (বিজিবি) জোয়ানেরা। আটককৃত বিড়ির সিজার মূল্য ৪৭ হাজার ৬শত টাকা। অপরদিকে, চারাগাঁও বিওপির টহল দল উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের লালঘাট থেকে ২৩ পিছ ভারতীয় মদের বোতল আটক করেছে। যার আনুমানিক মূল্য ৩৪ হাজার ৫শত টাকা।’ সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে-কর্নেল মোঃ মাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় নাসির বিড়ি ও মদের চালান জব্দ করে এসব মাদকদ্রব্য সুনামগঞ্জ নিয়ন্ত্রণ কার্যালয়ে জমা দেয়া হয়েছে। ডেল্টা টাইমস্/রাহাদ হাসান মুন্না/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |