অসহায়দের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
মামুনূর রহমান হৃদয়
প্রকাশ: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০, ১২:২১ পিএম

কুয়াশা মোড়া শীতের সকালেও মানবতার তাগিদে পথে নেমেছে কিছু তরুণ। চাহিদা একটাই, একটু করে হলেও যেন কিছু মানুষের মুখে হাসি এনে দিতে পারে। রোববার (২০ ডিসেম্বর) সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘সেইফ আওয়ার পিপল’ সংগঠনের পক্ষ থেকে নারায়ণগঞ্জের চাষাড়া রেলগেটের পাশে থাকা ৫০ জন দুস্থ মানুষকে কম্বল ও মাস্ক প্রদান করা হয়।

 রাজধানীর সরকারি তিতুমীর কলেজের গণিত বিভাগের ১ম বর্ষের কিছু শিক্ষার্থীর উদ্যোগে ‘সেইফ আওয়ার পিপল’ সংগঠনটির যাত্রা শুরু। সংগঠন  অসহায় মানুষদের মাঝে কম্বল ও মাস্ক বিতরন করা হয়।  ৫০ জন অসহায় মানুষ এই সুবিধা পেয়েছে।
অসহায়দের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

অসহায়দের পাশে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা


এসময় সংগঠনের সহকারী ফাউন্ডার্স শাকিল মাহমুদ সহ বিভিন্ন বিষয়ে দেখাশুনা করা সদস্যরা মোহাম্মদ শাকিল, মারিয়া তাবাসসুম আনিতা, সোহেল রানা, মাহমুদা হক মনিরা এবং আরও অনেকে উপস্থিত ছিলেন।
সহকারী ফাউন্ডার্স শাকিল মাহমুদ বলেন, “দেশের এই ক্রান্তিলগ্নে আমরা আমাদের প্রিয় সংগঠন “সেইফ আওয়ার পিপল” এর পক্ষ থেকে কম্বল বিতরণের মাধ্যমে কিছু টা হলেও মানুষের সাহায্য করেতে পেরেছি এটা অনেক আনন্দের।অনেকটা কষ্টকর হলেও সকলের সহযোগিতায় তা সম্ভব হয়েছে। আমার মনে হয় এই সময়ে সকলকেরই উচিত দরিদ্র মানুষের পাশে এসে দাড়ানো। সবার সুস্থতা কামনা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেনো এভাবেই মানুষের পাশে দাড়াতে পারি এবং সকলের সহযোগিতা কামনা করছি।”

ওই এলাকার বাসিন্দা শ্রী শুভ চন্দ্র বলেন, “প্রতি বছর শীতে সাহায্য পেলেও এবছর করোনার জন্য এখনো কোনো সাহায্যে আসে নাই, আজকেই প্রথম। তাই আমরা খুশি।” শীতবস্ত্র পেয়ে তাসলিমা বলেন, “আমার স্বামী নাই। ২ টা মেয়ে নিয়া অনেক কষ্ট কইরা এইখানে থাকি। চলতে পারি না। তাই মাইয়া দুইটারে বাসা বাড়িতে কাম করতে দেই। আমি অনেক খুশি হইছি। আমাগো মতো এতিমের লাইগা এইডা অনেক পাওয়া।”




ডেল্টা টাইমস্/মামুনূর রহমান হৃদয়/সিআর/জেডএইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com