বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন
ইবি প্রতিনিধি:
|
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় প্রধান ফটক সংলগ্ন 'মৃত্যুঞ্জয়ী মুজিব' ম্যুরালের পাদদেশে শিক্ষক সমিতির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন মানববন্ধনে সমিতির সভাপতি প্রফেসর ড. কাজী আখতার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. শেখ অাবদুস সালাম। এসময় প্রো-ভিসি ড. শাহিনুর রহমান, সাবেক ভিসি ড. কামাল উদ্দীন, সাবেক ট্রেজারার ড. সেলিম তোহা উপস্থিত ছিলেন। এছাড়াও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ, প্রক্টর ড. পরেশ চন্দ্র বর্মণ, ড. মাহবুবুর রহমান, ড. মাহবুবুল আরফিন, শাপলা ফোরামের সভাপতি ড. রেজওয়ানুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবর রহমান ও কর্মকর্তা-কর্মচারী সহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমিতির সদস্য প্রফেসর ড. সাইদুর রহমান। মানববন্ধনে ভিসি ড. শেখ আবদুস সালাম বলেন, 'কুষ্টিয়ার উর্বর মাটিতে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্যে আঘাত এসেছে। এটা ক্ষোভের, দুঃখের এবং অন্তর্জালার। বঙ্গবন্ধুকে মেরে ফেলা যায়, হাতকে ভেঙ্গে ফেলা যায় কিন্তু বিনাশ করা যায়না। একটি হাত ভেঙ্গেছেন, কোটি জনতা রাস্তায় নেমে এসেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে ফেলার দুঃশাহস যারা দেখিয়েছে তাদের হুঁশিয়ার করতে চাই, এটা সম্ভব নয়। যেমনি হিমালয়ের গায়ে আচড় দিয়ে হিমালয় ধ্বংস অসম্ভব বিষয়।' ডেল্টা টাইমস্/এম বি রিয়াদ/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |