বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রানীশংকৈলে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন
রানীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধি:
|
কুষ্টিয়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল মুক্তিযোদ্ধা সংসদ। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল ১১ টায় রানীশংকৈল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ![]() বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রানীশংকৈলে মুক্তিযোদ্ধা সংসদের মানববন্ধন মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সইদুল হক,রানীশংকৈল কলেজের সাবেক অধক্ষ তাজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আনিসুর রহমান বাকী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ানসহ উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা। এসময় মুক্তিযোদ্ধা হবিবর রহমানসহ মুক্তিযোদ্ধারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার প্রতিবাদে প্রয়োজনে আমরা একাত্তরের মতো আবারো আন্দোলনে ঝাঁপিয়ে পড়বো এই ধর্মের নামে যারা মৌলবাদ জঙ্গিবাদ করছে তাদেরকে দমন করার জন্য। ডেল্টা টাইমস্/নাজমুল হোসেন/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |