সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমির মালিককে জরিমানা
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
|
গাইবান্ধার সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনকারী একটি ট্রলি জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুরে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামে অভিযান চালিয়ে জমিদাতাকে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ। ![]() সুন্দরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জমির মালিককে জরিমানা অবৈধভাবে বালু উত্তোলনের জমি দেয়ার দায়ে সমির উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালু উত্তোলনের সহায়তাকারী শ্রমিক সাজু মিয়াকে (৩০) ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। এ ছাড়াও ওই স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একজনকে ৩০০ টাকা জরিমানা করেছেন। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শাকিল আহমেদ জানান, অভিযান চালিয়ে জমিদাতাকে ৫০ হাজার টাকা, শ্রমিককে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও একটি ট্রলি জব্দ করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ডেল্টা টাইমস্/জাহিদ হাসান জীবন/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |