কাপাসিয়ায় সমবায় উদ্যোক্তা সমাবেশ
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০, ৬:০৬ পিএম

'সমবায়ই শক্তি, কাপাসিয়ার মুক্তি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে  গাজীপুরের উপজেলা সমবায় বিভাগ ও সমবায়ীদের আয়োজনে  সমবায় উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার( ২২ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা পরিষদের বালুমাঠে এ সমাবেশ হয়।

গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গতাজ কন্যা ও সংস্কৃতি বিষয় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  সিমিন হোসেন রিমি এমপি।
কাপাসিয়ায় সমবায় উদ্যোক্তা সমাবেশ

কাপাসিয়ায় সমবায় উদ্যোক্তা সমাবেশ

অনুষ্ঠানে  উপস্থিত  ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমানত খান, জেলা সমবায় অফিসার মোহাম্মদ সাদ্দাম হোসেন।

উপজেলা নির্বাহী অফিসার মোসা: ইসমত আরা, সহকারী কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (গোপনীয়) মাসুদুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদ  মৃধা,আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ , সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা যুবলীগের সভাপতি ও কাপাসিয়া সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, তরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুবুর রহমান সিকদার, কড়িহাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম মোড়ল,উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উদ্দিন আহমেদ সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইমান উল্লাহ ইমু, সদস্য জসিম উদ্দিন শেখ,সমবায়ী মোহাম্মদ তাজ উদ্দিন, নুরুল আমীন সিকদার, কামাল হোসেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজীব ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল কাইয়ুম ভূঁইয়া, সাধারণ সম্পাদক রাশেদুল হক সৈকত, কলেজের শাখার সভাপতি মাহমুদুল হাসান মামুন প্রমুখ।


সিমিন হোসেন রিমি এমপি বলেন কাপাসিয়া উপজেলায় সমবায়কে মডেল হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। তরুণ উদ্যোক্তাদের কাজে লাগিয়ে ২৩১ গ্রামের উন্নয়ন ঘটাতে হবে। কৃষি  ভিত্তিক ও সবুজ  অর্থনৈতিকে গুরুত্ব দিয়ে কাজ করলে সমবায়ের বিপ্লব ঘটবে।  সমবায়ীদের আয়োজনে লোকজ সংস্কৃতির অনুষ্ঠান ও প্রধান অতিথি ও সভাপতিকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।



ডেল্টা টাইমস্/আকরাম হোসাইন/সিআর/জেডএইচ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com