মুকসুদপুরের আইএফআইসি ব্যাংক উপ-শাখা উদ্বোধন
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:
|
গোপালগঞ্জের মুকসুদপুরের জলিরপাড়ে আই এফ আইসি ব্যাংক এর উপ শাখা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জলিরপাড় বাজার শেখ নাসির উদ্দিন মার্কেটের দ্বিতীয় তলায় আই এফ আইসি ব্যাংক এর উপ-শাখা উদ্বোধন করা হয়। ![]() মুকসুদপুরের আইএফআইসি ব্যাংক উপ-শাখা উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্যাংকের টেকেরহাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আমির হোসেন, ননীক্ষীর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিনা, অগ্রণী ব্যাংক জলিরপাড় ব্রাঞ্চ ম্যানেজার কার্তিক চন্দ্র মন্ডল, বনিক সমিতির সাধারন সম্পাদক স্বপন শেখ, শেখ রনি আহম্মেদ, শেখ মোঃ হারুন, খলিলুর রহমান শেখ, ব্যাংক স্টাফ রিয়াজ মোশের্দ, শামীম হাওলাদার, মাহমুদা আক্তার, বিপুল বৈরাগী প্রমূখ। আরো উপস্থিত ছিলেন সিরাজুল হক ছিরু, ইসহাক আলী মোল্লা, বাবুল শেখ, ফকির মিরাজ আলী শেখ, গনেশ সাহা, শহিদুল ইসলাম, কামাল শেখসহ বাজারের সকল ব্যবসায়ীরা । ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |