শ্রীমঙ্গলে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
শ্রীমঙ্গল প্রতিনিধি:
|
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে “শ্রীমঙ্গল-ই-কমিউনিটি ফেসবুক গ্রুপ এর উদ্যোগে প্রায় শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। (২৫ ডিসেম্বর) শুক্রবার সকালে “শ্রীমঙ্গল ই-কমিউনিটির আহবায়ক এনি কুন্ডু ঝুমন এর আহবানে এবং অন্যান্য সদস্যাদের নিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় শ্রীমঙ্গল শহরের রেল লাইনের নিকটবর্তী এলাকা, ক্যাথলিক মিশন রোড, সবুজ বাগ, রুপসপুর, ভৈরবগন্জ বাজার, আশিদ্রোণ এলাকার প্রায় শতাধিক দরীদ্র মানুষদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। ![]() শ্রীমঙ্গলে শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিতরণের সময় উপস্থিত ছিলেন আদ্রিয়ান দেব, চয়ন পাল, নিগম পাল, শিক্ষক সুব্রত দেব, প্রতিভা কুন্ডু তুলি, জারা খান, আহমেদ রিয়াদ, নয়ন পাল, রাকিবা আক্তার, সন্দিপ দেবসহ গ্রুপের অন্যান্য সদস্যরা। এসময় তারা আগামীতে এমন আয়োজন আরো বৃহৎ পরিষরে করার আশ্বাস দেন। ডেল্টা টাইমস্/অর্জুন দাশ/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |