হিলি সীমান্তে প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, চালক পলাতক
হিলি প্রতিনিধি:
|
হিলি সীমান্তে একটি প্রাইভেটকার থেকে মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় চালকে আটক করতে না পারলেও গাড়িটিকে জব্দ দেখিয়েছে বিজিবি। শুক্রবার দুপুরে সীমান্তের ফকিরপাড়া এলাকা থেকে প্রাইভেটকারটি জব্দ করা হয়। ![]() হিলি সীমান্তে প্রাইভেটকার থেকে ফেন্সিডিল উদ্ধার, চালক পলাতক বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট ২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফেরদৌস হাসান টিটো জানান,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ফকিরপাড়া এলাকায় পাকা রাস্তার উপর থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-১২-০২৯২) জব্দ করে বিজিবি ক্যাম্পে নিয়ে যায় হিলি আইসিপি ক্যাম্পের বিজিবি সদস্যরা। এসময় প্রাইভেটকার চালক পালিয়ে গেলেও প্রাইভেটকারের ভিতর অভিনব কায়দায় রাখা ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |