চাঁদপুরে ১৫ মণ জাটকা জব্দ
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
চাঁদপুরের মেঘনা নদীর মোহনা এলাকায় অভিযান চালিয়ে যাত্রীবাহী এমভি কর্ণফুলী-১৩ লঞ্চ থেকে ১৫ মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) রাত আনুমানিক ২টার দিকে অভিযান পরিচালনা করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল সদস্যরা। ![]() চাঁদপুরে ১৫ মণ জাটকা জব্দ শুক্রবার দুপুরে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট খন্দকার মুনিফ তকি এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার চাঁদপুর, লেফটেন্যান্ট এম আসাদুজ্জামান ও কন্টিনজেন্ট কমান্ডার পেটি অফিসার এম নাসিরুদ্দিনের নেতৃত্বে চাঁদপুর মোহনায় উক্ত অভিযান পরিচালনা করেন। শুক্রবার দুপুরে জব্দকৃত জাটকা চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী মেজিস্ট্রেট মো. উজ্জ্বল হোসেন এবং সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদের উপস্থিতিতে স্থানীয় এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |