উকি দিচ্ছে লাল টিনের ছাউনি, দৃশ্যমান হচ্ছে ভূমিহীনদের ঘর
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০২০, ৩:০৭ পিএম

"আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুজিব শতবর্ষ উপলক্ষে দিনাজপুরের বিরামপুরে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ কাজের মান ও কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল দুপুরে ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার, ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শনে গিয়েছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী, উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা আব্দুল লতিফ, খানপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জিয়াউর রহমান।

সরেজমিনে দেখা যায়, উপজেলার খানপুর ইউনিয়নের বুচকি গ্রাম ও রতনপুর পুকুর পাড়ে গৃহহীন ও ভূমিহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ৩১১ টি ঘর নির্মাণ কাজ চলছে পুরোদমে।  কিছু নির্মাণাধীন ঘরের কাজ প্রায় শেষের দিকে।  দৃশ্যমান হতে শুরু করেছে নির্মাণাধীন ঘর গুলো। ফাঁকা জায়গায় মনোরম পরিবেশে লাল টিনের ছাউনিতে দৃশ্যমান ঘরগুলো দেখতে বেশ সুন্দর লাগছে।
উকি দিচ্ছে লাল টিনের ছাউনি, দৃশ্যমান হচ্ছে ভূমিহীনদের ঘর

উকি দিচ্ছে লাল টিনের ছাউনি, দৃশ্যমান হচ্ছে ভূমিহীনদের ঘর


পরিদর্শনকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাওসার আলী বলেন, মাঠ পর্যায়ে উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়নাধীন এসব প্রতিটি ঘরের জন্য বরাদ্ধ দেয়া হয়েছে এক লক্ষ ৭৫ হাজার টাকা।  এ টাকায়, ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের ২টি কক্ষ, একটি রান্না ঘর ও একটি টয়লেটসহ সামনে খোলা বারান্দা তৈরী করা হচ্ছে।  প্রধানমন্ত্রীর দেয়া ওইসব ঘরে বসবাস করার স্বপ্ন দেখছেন গৃহহীন পরিবারগুলো।  অপেক্ষায় রয়েছেন, কবে উঠবে সেই ঘরে?

উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার জানান, উপজেলায় মোট ৪১৫ টি গৃহ নির্মাণ হচ্ছে এবং চলমান নির্মাণাধীন ঘরগুলোর কাজ খুব দ্রুত শেষ করা হবে।  এরমধ্যে উপজেলার খানপুর ইউনিয়নের বুচকি গ্রাম ও রতনপুর পুকুর পাড়ে সরকারি জায়গায় নির্মিত হচ্ছে ৩১১ টি ঘর।  এখানকার কাজ প্রায় শেষের দিকে।  ঘরের কাজ সম্পন্ন হলে, গৃহহীন পরিবার গুলোর মাঝে দ্রুত ঘরগুলো হস্তান্তর করা হবে।

নির্বাচিত উপকারভোগী পরিবারের কয়েকজন সদস্য তাদের সুখানুভূতি ব্যক্ত করে বলেন, ‘অসহায়দের সহায় বলা হয় জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারকে।  শেখ হাসিনার সরকার ভূমিহীনদের আশ্রয়ের ব্যবস্থা করে দিচ্ছে।  আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এই সরকারের উত্তরোত্তর মঙ্গল ও সফলতা কামনা করি।’

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারি জায়গায় উপজেলার খানপুর ইউনিয়নে ৩১১টি, বিনাইল ইউনিয়নে ৫৯ টি, দিওড় ইউনিয়নে ২৮ টি ও কাটলা ইউনিয়নে ১৭ টি মোট ৪১৫ টি ঘর নির্মাণ করা হচ্ছে।




ডেল্টা টাইমস্/মো. জাকিরুল ইসলাম জাকির/সিআর/জেডএইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com