বকশীগঞ্জে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮১ তম শাখা উদ্বোধন
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
|
জামালপুরের বকশীগঞ্জে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮১ তম শাখা উদ্বোধন করা হয়েছে। রোববার দুপুর ১২ টায় বকশীগঞ্জ পৌর শহরের রাবেয়া প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের নতুন শাখা উদ্বোধনী অনুষ্ঠানের ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেকমন্ত্রী আবুল কালাম আজাদ এমপি। ![]() বকশীগঞ্জে রূপালী ব্যাংক লিমিটেডের ৫৮১ তম শাখা উদ্বোধন ভার্চুয়াল কার্যক্রম শেষে ব্যাংক ভবনে আলোচনা সভায় রূপালী ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক উত্তম কুমার পালের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাংকের বকশীগঞ্জ শাখা ব্যবস্থপক এহছানুল হামিদের সঞ্চালনায় আলোচনা সভায় এ সময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ব্যাংকের ময়মনসিংহ কার্যালয়ের ডিজিএম মো. আবদুুল মান্নান মিয়া, জামালপুর জোনাল প্রধান মনির উদ্দিন ভূইয়া, বকশীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আখতারুজ্জামান, ব্যবসায়ী আবদুল হামিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আতাবুজ্জামান হেলাল । পরে ব্যাংকের সফলতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। ডেল্টা টাইমস্/ফিরোজ আল মুজাহিদ/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |