দেশে করোনায় একদিনে ২৪ প্রাণহানি,শনাক্ত ১০৪৯
নিজস্ব প্রতিবেদক
|
করোনাভাইরাসে (কোভিড-১৯) দেশে একদিনে (গত ২৪ ঘণ্টা) আরও ২৪ জন প্রাণ হারিয়েছে। ভাইরাসটিতে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৪৯ জন। রোববার (২৭ ডিসেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়। ![]() করোনা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন ১ হাজার ৪৯ জনকে নিয়ে দেশে করোনায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯ হাজার ১৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনকে নিয়ে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৪৫২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭৩ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ হয়েছেন মোট ৪ লাখ ৫১ হাজার ৯৬১ জন। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডেল্টা টাইমস/সিআর/জেডএইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |