মাগুরায় ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধন
মাগুরা প্রতিনিধি:
|
মাগুরায় আধুনিক পজ মেশিনের মাধ্যমে ই ট্রাফিক প্রসিকিউশন এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ লাইনস্ এর সামনে মাগুরা- ঝিনাইদহ মহাসড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান পিপিএম। ![]() মাগুরায় ই-ট্রাফিক প্রসিকিউশন উদ্বোধন এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, মোহাম্মদ ইব্রাহিম, সহকারি পুলিশ সুপার আবির শুভ্র, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ নাজমুল হুদা, গোলাম মোর্শেদসহ অন্যরা। পুলিশ সুপার খান মোহাম্মদ রেজওয়ান জানান ট্রাফিক ব্যবস্থাকে আরও যুগপোযোগী করতে ২০১৮ সালের সড়ক পরিবহন আইন মোতাবেক দ্রুত সেবা প্রদানের জন্য এ ই-প্রসিকিউশন এর ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে অনলাইনে মামলার জরিমানার টাকা জমাদানসহ কোন প্রকার ভোগান্তি ছাড়াই দ্রুত ও সহজে মোটরযানের মামলা নিষ্পত্তি করা যাবে। ডেল্টা টাইমস্/কাসেমুর রহমান শ্রাবণ/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |