রাজধানীতে বিটিসিএল’র প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু
মেডিকেল রিপোর্টার:
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৫:৪৪ পিএম আপডেট: ২৮.১২.২০২০ ৬:০৫ পিএম

রাজধানীতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) এক সহকারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু হয়েছে।  সোমবার (২৮ডিসেম্বর) সকাল ৯টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলামের নেতৃত্বে মগবাজার টিঅ্যান্ডটি কলোনি থেকে গলায় নাইলনের লাল রশি পেঁচানো অবস্থায় মীর আফতাবুল সুমন (৪৮) নামের ওই সহকারী প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।


এসআই শরিফুল ইসলাম জানান,বড় মগবাজার টিঅ্যান্ডটি কলোনির ভেতরে একটি চারতলা বাড়ির সামনে থেকে গলায় নাইলনের লাল রশি পেঁচানো অবস্থায় মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে আসেন। তিনি জানান, সুমন ওই ভবনের ৪ তলায় পরিবারের সাথে থাকতেন। ওই ভবনের ছাদের পানির চটাংকির পাইপের সঙ্গে অর্ধেক রশি প্যাঁচানো বাকি অংশ রশি তার গলায় পেঁচানো অবস্থায় ভবনের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করি। এটা আত্মহত্যা না অন্য কোনো কারণ রয়েছে কিনা তা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

নিহতের ভাতিজা মীর জাহিদুল ইসলাম জানান, তার চাচার সুমন রাতের খাবার খেয়ে রাত দুটো পর্যন্ত পরিবারের সবার সঙ্গে কথা বলেছে  এবং সে ভোরে ঘুম থেকে উঠে ফজরের নামাজের জন্য বাসা থেকে বেরিয়ে যান। পরে  সকালে বাসার নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে।  মৃত সুমন টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার ইছাপুর গ্রামের মৃত মীর হায়দার আলীর ছেলে।
বর্তমানে, বড় মগবাজার টিএ্যান্ডটি কলোনিএফ/৬/৮ নম্বর বাসায় পরিবার নিয়ে থাকতেন। দুই ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি। তিন ভাই দুই বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়। তার স্ত্রীর নাম শান্তা বেগম।  পেশায় তিনি বিটিসিএল এর সহকারী সহকারী প্রকৌশলী হিসেবে তেজগাঁওয়ে কর্মরত ছিলেন।



ডেল্টা টাইমস্/মোস্তাফিজুর/সিআর/জেড এইচ





« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com