একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
প্রকাশ: সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০, ৫:০০ পিএম

কুড়িগ্রামের রৌমারী সীমান্তঘেষা এলাকাবাসী একটি  ব্রীজের অভাবে ১০ গ্রামের ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। স্বাধীনতার প্রায় ৫০টি বছর অতিবাহিত হলেও উন্নয়নের ছোঁয়া লাগেনি বলে এ অঞ্চলের ভুক্তভোগীদের অভিযোগ। কুড়িগ্রামের  রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা চর লাঠিয়াল ডাঙ্গা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদী দ্বারা বিচ্ছিন্ন গ্রামগুলি খেয়ারচর, চুলিয়ারচর, আলগারচর, লাঠিয়াল ডাঙ্গা, চর লাঠিয়াল ডাঙ্গা, বাগানবাড়ী,বংশির ভিটা, বালিয়ামারী ও নয়াপাড়া বিকরিবিলসহ ১০টি গ্রাম।  এই অঞ্চলের মানুষের জিঞ্জিরাম নদীর উপর দিয়ে পারাপারের একমাত্র মাধ্যম বাঁশের সাকোঁ।

এলাকাটি উপজেলা শহর হতে ২০ কিলোমিটার  দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্তঘেষা এলাকা। এদিকে নদীর পাড়ের উপর একটি চর পাহাড়তলী হাট রয়েছে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন গ্রামবাসী।
একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

একটি ব্রীজের অভাবে ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

প্রতিবছর ১০ গ্রামের মানুষ স্বেচ্ছা-শ্রমে নিজস্ব অর্থায়নে একেক বছর একেকভাবে বাঁশের সাকোঁ নির্মাণ করে যাতায়াত করে থাকেন।  প্রতিনিয়ত কোমলমতি স্কুল-কলেজ পড়ুয়া  ছাত্র/ছাত্রী জীবনের ঝুকি নিয়ে কখনো বাঁশের সাকোঁ, নৌকা ডিঙ্গীয়ে, কলাগাছের ভেলায় ও নানা উপায়ে নদী পারাপার হয়ে থাকে।
 এমনকি সড়ক যোগাযোগ অবস্থার ভালো না থাকার অভাবে ওই অঞ্চলের কৃষক ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে।
সরেজমিনে গিয়ে ওই অঞ্চলের মানুষের সাথে সাক্ষাৎকারে জানা যায়, নির্বাচন এলেই  প্রার্থীরা  উন্নয়নের জোয়ার বয়ে দেওয়ার প্রতিশ্রুতির কথা বললেও কথা কেউ রাখেনি। নির্বাচন শেষে তাদের মাঠে দেখা যায়না। সীমান্ত ঘেষা মানুষগুলো জিঞ্জিরাম নদী দ্বারা যোগাযোগ বিচ্ছিন্ন আতংকিত জীবন যাপন করে থাকেন। সীমান্তে কোন দূর্ঘটনা ঘটলেও অতিসহজে দ্রুত পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে যেতে পারেনা।

উপজেলা প্রকৌশলী আব্দুল জানান, চর লাঠিয়াল ডাঙ্গা ব্রীজটি খুবই প্রয়োজন বলে মনে করি। এ বিষয় একটি আবেদন করেছি আশা করি ব্রীজটি হবে।





ডেল্টা টাইমস্/মাজহারুল ইসলাম/সিআর/জেড এইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com