নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১
নরসিংদী প্রতিনিধি:
|
নরসিংদীর বেলাবতে মালবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাইফুল ইসলাম (১৮) নামে ট্রাকের এক হেলপার নিহত হয়েছেন। সোমবার (২৮ ডিসেম্বর) সকালে বেলাব উপজেলার দড়িকান্দিতে ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম হবিগঞ্জের লাখাই থানার জহিরল ইসলামের ছেলে। তিনি সিমেন্টবাহী ওই ট্রাকটির চালকের সহকারী ছিলেন। ![]() নরসিংদীতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ১ তাদের মধ্যে সিমেন্টবাহী ট্রাকের চালকের সহযোগী সাইফুল ইসলামকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত তিনজনকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে আমাদের থানায় আনা হয়েছে। তার পরিবারের সদস্যদের অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ডেল্টা টাইমস্/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |