করোনায় প্রাণহানি ১৮ লাখ ছুঁই ছুঁই
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
প্রাণঘাতী করোনাভাইরাসে এ পর্যন্ত সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা আট কোটি ২৩ লাখ এবং মৃতের সংখ্যা ১৮ লাখ ছুঁই ছুঁই। গত একদিনে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৬ লাখ ১১ হাজার ৭১৭ জন এবং মৃত্যু হয়েছে ১৩ হাজার ৪৫০ জনের। ![]() করোনায় প্রাণহানি ১৮ লাখ ছুঁই ছুঁই ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ২৩ লাখ ২১ হাজার ৩৫৮ জন, মোট মারা গেছেন ১৭ লাখ ৯৬ হাজার ২৬৯ জন। এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৫ কোটি ৮৩ লাখ ৩১ হাজার ২৯৮। বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৭০৪। দেশটিতে করোনায় মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৫৭৯ জন। ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ২ লাখ ৪৫ হাজার ৩২৬। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৪৮ হাজার ৪৭৫ জন। ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। যুক্তরাজ্য ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে ৩০ জানুয়ারি বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |