ক্রোয়েশিয়ায় ভূমিকম্পে নিহত ৭
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ক্রোয়েশিয়ায় গতকাল মঙ্গলবার ভয়াবহ ভূমিকম্পে প্রাণ গেছে অন্তত সাতজনের। ভেঙে পড়া ভবন ও দেয়ালের নিচ থেকে মানুষজনকে উদ্ধারের কাজ চলছে। রিখটার স্কেলে এই কম্পনের তীব্রতা ছিল ৬.৪। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবসহ ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী দেশ সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং অস্ট্রিয়ার দক্ষিণাংশেও। বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে। ![]() ছবি: সংগৃহীত ক্রোয়েশিয়ার জাগ্রেবের ৪৬ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। গত সোমবারও এই অঞ্চলেভূমিকম্প হয়। তারপরই আবারও গতকাল কেঁপে ওঠে ক্রোয়েশিয়া। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টা ১৯ মিনিটের দ্বিতীয় দিনের ভূমিকম্পে এখানকার বেশির ভাগ বাড়িই ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ক্রোয়েশিয়ার পেত্রিনজা শহর পরিদর্শন করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেঙ্কোভিচ। পেত্রিনজায় ধ্বংসস্তুপের মধ্য থেকে এক নারীরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উল্লেখ্য, ট্যুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় ভূমিকম্পের ধ্বংসস্তুপের ভিডিও ছড়িয়ে পড়েছেএদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা বাড়ির অংশ। ডেল্টা টাইমস্/এম আর/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |