আখাউড়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
|
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি ৩০ ডিসেম্বর । এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ১১টায় উপজেলা আওয়ালীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শুভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে অ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে সংক্ষিপ্ত আলোচনাসভার মাধ্যমে শেষ হয়। ![]() আখাউড়ায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা এসময় আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন বলেন,একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের গণতন্ত্র ও উন্নয়নের ইতিহাসে একটি বিজয়ের মাইলফলক। এই নির্বাচনের মধ্য দিয়ে অশুভ শক্তি, দুর্নীতি,সন্ত্রাস ও জঙ্গিবাদের পৃষ্ঠপোষকদের আস্ফালন আর সহিংস রাজনীতির অন্ধকার ছায়া কাটিয়ে গণতন্ত্রের নবতর অভিযাত্রায় অগ্রসর হয় বাংলাদেশ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া পৌর মেয়র পদপ্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মোবারক হোসেন রতন,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক সেলিম ভুঁইয়া, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন বাবুল,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন বাবুল,আখাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দীন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীর। ডেল্টা টাইমস্/অমিত হাসান অপু/সিআর/জেড এইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |