|
রাঙ্গাবালীতে বসন্তের আগেই গাছে গাছে আমের মুকুল
রাঙ্গাবালী প্রতিনিধি:
|
|
ঋতুরাজ বসন্তের আগেই পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে আমের মুকুল জানান দিচ্ছে মধু মাসের আাগমনী বার্তা। মাঘের শুরুতেই ফলের রাজা আমের মুকুল ফুটেছে গাছে গাছে। ধীরে ধীরে আমের মুকুলে ছেয়ে যাচ্ছে গাছের প্রতিটি ডাল। সৌন্দর্য বাড়তে শুরু করেছে প্রকৃতির। ![]() রাঙ্গাবালীতে বসন্তের আগেই গাছে গাছে আমের মুকুল স্থানীয়রা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকার কারনে বসন্তের আগেই আম গাছে মুকুল আসতে শুরু করেছে। তবে মাঘের শেষেই প্রতিটি গাছে পুরোপুরি ভাবে মুকুল ফুটবে। তারা আরো জানান, রাঙ্গাবালীতে বানিজ্যিক ভাবে আমের চাষ না হলেও স্থানীয়রা বিভিন্ন হাট বাজার থেকে বিভিন্ন প্রকার চারা সংগ্রহ করে বাড়ির আঙ্গিনায় রোপন করে থাকেন। জানা যায়, আমের মুকুলের প্রধান শত্রু কুয়াশা। কুয়াশার কারনে আমের মুকুল নষ্ট হয়ে যায়। তবে আমের মুকুল আগে-পরে যে আবহাওয়া প্রয়োজন তা এখনো বিরাজমান রয়েছে। রাঙ্গাবালী উপজেলা কৃষি অফিসার মোঃ মনিরুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামে বাড়ীর আঙ্গিনায় আম চাষ করা হয়। এবার আবহাওয়ার কারনে আম গাছে আগাম মুকুল এসেছে। ভালো ভাবে পরিচর্যা করা হলে ফলন ভালো হবে বলে জানান তিনি। তিনি জানান, এবছর উপজেলায় বানিজ্যিকভাবে আম চাষ করা হয়েছে। আগামী দুই এক বছরে ভালো ফলন হবে বলে আশাকরি। তিনি আরও জানান, যদি কেউ বানিজ্যিকভাবে আম চাষ করার আগ্রহী থাকে তাকে উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা হবে। ডেল্টা টাইমস্/এম এ ইউসুফ আলী/ এম আর/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |