সোনারগাঁওয়ে প্রথম ধাপে গৃহ পেল ৭ পরিবার
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: শনিবার, ২৩ জানুয়ারি, ২০২১, ৮:২৬ পিএম

মুজিববর্ষে ভূমিহীন-গৃহহীনদের একটি সুন্দর ঘরের স্বপ্ন পূরণের প্রথম ধাপে প্রায় ৭০ হাজার পরিবার পেলো একটি আধাপাকা বাড়ি। মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে এসব ঘর ও জমি দেওয়া হয়। এর অংশ হিসেবে সোনারগাঁওয়ে ৭টি গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৩ জানুয়ারি) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একযোগে জমি ও গৃহ প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রাথমিক পর্যায়ে উপজেলার ৭টি গৃহহীন পরিবারকে জমি ও গৃহ বুঝিয়ে দেয়া হয়। পরবর্তিতে ১০০টি ঘরের মধ্যে বাকিগুলিও পর্যায়ক্রমে বুঝিয়ে দেয়া হবে।
সোনারগাঁওয়ে প্রথম ধাপে গৃহ পেল ৭ পরিবার

সোনারগাঁওয়ে প্রথম ধাপে গৃহ পেল ৭ পরিবার


এসময় আরও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা সহকারী (ভূমি) গোলাম মোস্তফা মুন্না, সোনারগাঁ উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা আক্তার ফেন্সি, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক অ্যাডভোকেট শামসুল ইসলাম ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও  বারদী ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক, নোয়াগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ দেওয়ান, সনমান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, সোনারগাঁ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার, প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের মেম্বারগণ, সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল, সোনারগাঁ থানা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক আলী হায়দারসহ আওয়ামীলীগ, পৌর যুবলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এসময় প্রধান অতিথি লিয়াকত হোসেন খোকা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুজিববর্ষ ঘোষণা করে মাননীয় প্রধানমন্ত্রী। মুজিববর্ষে কেউ গৃহহীন থাকবে না, এ লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে আজ সোনারগাঁওয়ের ৭টি পরিবারের মাঝে গৃহ ও জমি হস্তান্তর করা হলো। প্রর্যায়ক্রমে বাকি গৃহ হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম বলেন, দেশের ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিতে এখন পর্যন্ত প্রায় নয় লাখ পরিবারকে তালিকাভূক্ত করেছে মাননীয় প্রধানমন্ত্রী। ৬৯ হাজার ৯০৪ পরিবারের মধ্যে ৬৬ হাজার ১৮৯টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে দুই শতাংশ খাস জমির মালিকানা দিয়ে বিনা পয়সায় দুই কক্ষ বিশিষ্ট ঘর মুজিববর্ষের উপহার হিসেবে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোনারগাঁ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার বলেন, সোনারগাঁও উপজেলায় কাঁচপুর ইউনিয়নে ২৪টি, বৈদ্যের বাজার ইউনিয়নে ২৪টি, সোনারগাঁও পৌরসভায় ৯টি, মোগরাপাড়ায় ১০টি, সনমান্দী ইউনিয়নে ১০টি কাজ সম্পূর্ণ হয়েছে। বাকি ইউনিয়নগুলোতে কাজ চলমান আছে।




ডেল্টা টাইমস্/গিয়াস কামাল/এম আর/সিআর/জেড এইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com