|
‘ওবায়দুল কাদেরের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়েছে’
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
|
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে রোববারে (২৪ জানুয়ারি) ডাকা অর্ধদিবস হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় হরতাল প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ওবায়দুল কাদেরের ছোটো ভাই এবং বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। ‘ওবায়দুল কাদেরের নির্দেশে হরতাল প্রত্যাহার করা হয়েছে’ আবদুল কাদের মির্জা বলেন, ‘কটুক্তির প্রতিবাদে ডাকা আগামীকালের হরতাল কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে এবং তার আশ্বাসেই হরতাল প্রত্যাহার করা হয়েছে।’ এর আগে শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর থেকে উপজেলার বসুরহাট বাজারের বঙ্গবন্ধু চত্বরে নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীকে বহিষ্কার এবং জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি ভেঙে দেওয়ার দাবিতে লাগাতার অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হয়। ওবায়দুল কাদেরের ভাই এবং বসুরহাট পৌরসভার নবনির্বাচিত মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে এই কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিটে সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ২৭ সেকেন্ডের ভিডিও ক্লিপে ওবায়দুল কাদের এবং তার পরিবার নিয়ে কটূক্তি করেন। তাৎক্ষণিকভাবে ফেসবুক থেকে ভিডিওটি সরিয়ে নেওয়া হলেও সেটি নানাভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ডেল্টা টাইমস্/ এম আর/সিআর/জেড এইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |