কুসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : সাক্কু
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() কুসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই : সাক্কু শুক্রবার (১০ জুন) নগরীর তেলিকোনা চৌমুহনী থেকে কাটাবিল ও হাউজিং এস্টেট এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সাক্কু বলেন, এমপি সাহেব এলাকায় থাকায় ভোটারদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে। বিষয়টি আমি নির্বাচন রিটার্নিং অফিসারকে জানিয়েছি। তারা ব্যবস্থা নিলে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হবে। আগামী ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. রাশেদুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার এবং কুমিল্লা নাগরিক ফোরামের সভাপতি কামরুল হাসান বাবুল। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |