শাহজালালে হাতুড়ির মধ্যে ৩ কোটি টাকার সোনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]()
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে লুকানো হাতুড়ির মধ্যে থেকে ৩ কোটি ৪৪ লাখ টাকার (৫ কেজি ১৮০ গ্রাম) সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। ![]()
![]()
সানোয়ারুল কবীর আরও জানান, পরবর্তীতে বিমানবন্দরে সকল সংস্থার উপস্থিতিতে দুটি হাতুড়ির মধ্যে থেকে ৪৪টি সোনার বার বের করা হয়। ১১৬ গ্রাম করে প্রতিটি বারের ওজন হিসাবে ৫ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া যাত্রী আতাউর রহমানের পকেটে থাকা ৫টি সোনার চুড়ি পাওয়া যায়। যার ওজন ৮০ গ্রাম। সবমিলে যাত্রীর কাছে থেকে ৫ কেজি ১৮০গ্রাম সোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৪৪ লাখ টাকা। জব্দকৃত সোনা বিমানবন্দরের গুদামে জমা দেওয়া হয়েছে। ডেল্টা টাইমস্/সিআর/আরকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |