রোববার ১৯ মে ২০২৪ ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

শাহজালালে হাতুড়ির মধ্যে ৩ কোটি টাকার সোনা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১, ১১:৩৬ এএম আপডেট: ২৯.১২.২০২১ ১২:০১ পিএম | অনলাইন সংস্করণ

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরব আমিরাত থেকে আসা আতাউর রহমান নামে এক যাত্রীর কাছ থেকে বিশেষভাবে লুকানো হাতুড়ির মধ্যে থেকে ৩ কোটি ৪৪ লাখ টাকার (৫ কেজি ১৮০ গ্রাম) সোনা আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিট। আতাউর রহমানের বিরুদ্ধে কাস্টমস আইন ও ফোজদারি মামলা দায়ের করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) মো সানোয়ারুল কবীর জানান, যাত্রী আতাউর রহমান এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের জি-৯৫১০ ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ৯টা ১০ মিনিটে অবতরণ করেন। এরপর যাত্রী ইমিগ্রেশন থেকে কাস্টমসের গ্রিন চ্যানেল অতিক্রমকালে যাত্রীর আচরণ সন্দেহজনক হলে যাত্রীর কাছে কোনো সোনা আছে কিনা জানতে চাইলে তিনি অস্বীকার করেন। পরবর্তীকালে যাত্রীর সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হলে ২টি হ্যামারের (হাতুড়ির) মধ্যে সোনার অস্তিত্ব মেলে।

সানোয়ারুল কবীর আরও জানান, পরবর্তীতে বিমানবন্দরে সকল সংস্থার উপস্থিতিতে দুটি হাতুড়ির মধ্যে থেকে ৪৪টি সোনার বার বের করা হয়। ১১৬ গ্রাম করে প্রতিটি বারের ওজন হিসাবে ৫ কেজি ১০০ গ্রাম সোনা পাওয়া যায়। এছাড়া যাত্রী আতাউর রহমানের পকেটে থাকা ৫টি সোনার চুড়ি পাওয়া যায়। যার ওজন ৮০ গ্রাম। সবমিলে যাত্রীর কাছে থেকে ৫ কেজি ১৮০গ্রাম সোনা জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩ কোটি ৪৪ লাখ টাকা। জব্দকৃত সোনা বিমানবন্দরের গুদামে জমা দেওয়া হয়েছে।





ডেল্টা টাইমস্/সিআর/আরকে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com