১২ ঘণ্টা পর ঢাকায় ফিরলেন বিমানের ২৫ যাত্রী
নীলফামারী জেলা প্রতিনিধি:
|
বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকায় ত্রুটি হওয়ায় যাত্রা বাতিলের ১২ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ওই বিমানের ২৫ যাত্রী নিয়ে একটি বেসরকারি বিমান সংস্থার (নভোএয়ার) দিনের প্রথম ফ্লাইট ঢাকার উদ্দ্যেশে যাত্রা করে। জানা যায়, বুধবার রাত ৯টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করে কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়। পরেরদিন ওই সময় যাত্রীদের বেসরকারি একটি বিমানে ঢাকা পৌঁছে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের ২৫ যাত্রীকে সকাল ৯টার দিকে নভোএয়ারের (নভো-৯৬২) ফ্লাইটে তুলে দেওয়া হয়েছে। ডেল্টা টাইমস্/আমিরুল হক/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |