ক্রিকেটাররা এখন অবসর নিতে ভয় পায়: সুজন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ক্রিকেটাররা এখন অবসর নিতে ভয় পায়: সুজন সুজন বলেন, ‘আমি তো মাঠ থেকেই বিদায় দিয়েছি। আমি বুঝতে পেরেছি আমার সময় শেষ, ইয়ংস্টাররা এসেছে। আমি যদি না ছাড়ি তাহলে নতুন মুখরা কীভাবে আসবে এটাও একটা বড় কথা। তো এটা প্লেয়ারদের ডিসিশন নিতে হবে। কোনটা রাইট টাইম টু সে...এটা খুব কঠিন। আমিও ছিলাম ওই মুহূর্তটাতে। রিয়াদদের মতো এতো পেশাদার ছিলাম না। এত টাকা পেতাম না। আমরা খুব অল্প টাকায় খেলেছিলাম। ওইটা তখন আমাদের ভালোবাসা ছিল।’ ![]() ক্রিকেটাররা এখন অবসর নিতে ভয় পায়: সুজন বর্তমানে ক্রিকেটাররা অবসর নিতে ভয় পায় বলে উল্লেখ করেছেন সুজন, ‘সে সময় ক্রিকেট এতটা পেশাদার ছিল না। আমাদের ভালোবাসা ছিল ক্রিকেটের মধ্যে। আমরা ছাড়তে পেরেছি। আমি জানি না কেন আমাদের এই প্রজন্মের ছেলেরা এটা ছাড়তে চায় না, কেন ভয় পায়। তবে একটা সময় ছাড়তে হবে। আকরাম ভাই ছেড়েছেন, বাংলাদেশের সেরা ব্যাটসম্যান ছিল নান্নু ভাই, হাবিবুল বাশারকে এক সময়কার মিস্টার ফিফটি বলা হতো, বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেও রান করেছে অনেক। তারা সবাই ছেড়েছে।’ এরপর ফর্মে থাকা সত্ত্বেও বিদেশি ক্রিকেটারদের অবসরের প্রসঙ্গও টানেন সাবেক এই অধিনায়ক, ‘আপনি কি বলেন স্টুয়ার্ড ব্রড এখনও ইংল্যান্ড টিমে খেলতে পারত না? ও ছাড়ল কেন? আমার কথা হচ্ছে এটাই ইউ হ্যাভ টু নো, হোয়েন ইউ হ্যাভ টু গিভ অ্যা ফুলস্টপ। এটা আপনাকে জানতে হবে। সুতরাং আমার মনে হয় যে উইথ অল রেসপেক্ট ট্যু দ্য প্লেয়ার্স আমি মনে করি এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা কেউ ফোর্স করতে পারব না। এই তোমার অবসর নেওয়ার বয়স হয়েছে এই কথাটা বলার রাইট আমাদের কারও নাই। দে উইল থিংক অ্যাবাউট দেন। আসলে আমার রিটায়ার করা উচিত নাকি খেলা উচিত।’ সুজন আরও বলেন, ‘কেউ যদি মনে করে না আমার আরও খেলা উচিত আমি আরও দুই তিন বছর খেলব- ফাইন এনাফ। আপনি এটা বলতে পারেন না যে কেউ বাদ দিতে পারবে না। আপনি বাদ পড়তে পারেন, আপনার ফর্মসহ অন্য সবকিছু বিবেচনা করলে। আপনার জায়গায় অন্য ছেলেকে সুযোগ দিতে পারে। আমি সব সময় বলি একটা সময় এক্সপেরিয়েন্সের মূল্য অবশ্যই অনেক বেশি। বাট এটাও অনেক ইম্পর্ট্যান্ট যে ফ্রেশ লেগস না আসলে একটা টিম বিল্ডআপের পজিশনে আমরা না গেলেও কিন্তু হবে না।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |