আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত: রকিবুল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩, ৬:২১ পিএম

আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত: রকিবুল

আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত: রকিবুল

খালেদ মাহমুদ সুজন ও বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহকে নিয়ে বেফাঁস মন্তব্য করায় সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে তলব করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার জবাবও দিয়েছেন রকিবুল। তবে একটি শুনানি শেষ না হতেই আবারও তাকে শুনানিতে ডাকা হচ্ছে। এর আগে সুজনের বিরুদ্ধে কোচ নিয়োগ বাণিজ্যের অভিযোগ এবং অভ্যন্তরীণ সভায় ছেলেকে সঙ্গে রাখায় হাথুরুসিংহের সমালোচনা করেছিলেন রকিবুল।

তলব করার বিষয়ে বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসান সংবাদমাধ্যমকে জানান, ‌‘টকশো বলা কথা নিয়ে বিসিবির সঙ্গে ইনফরমালি আলাপ হয়েছে। আমি আমার ব্যাখ্যা দিয়েছি। আমি বললাম যে, ওখানে (টক শো) তথ্য-উপাত্ত কিছু ভুল আছে। সব মিলিয়ে ঠিক আছে, এই তো। তেমন কিছু নয়।’

বিষয়টাকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেন সাবেক এই টাইগার অধিনায়ক, ‘এটি মূলত বিসিবি ও আমার মধ্যকার আলোচনা। আমি তো বিসিবির চাকরি করি। কিছু ভুল বোঝাবুঝি হয়ে গেলে পুরো বিষয়টা কঠিন হয়ে যায়। সেটা বুঝিয়ে দেওয়া আমারই দায়িত্ব। আমি বিসিবিতে নিজের কথা বলেছি। তারাও শুনেছে। আশা করছি (তিক্ততা) দূর হয়ে গেছে।’

এর আগে একটি বেসরকারী টিভি চ্যানেলের সামনে বিসিবির পরিচালক সুজনের বিরুদ্ধে কোচ নিয়োগ বাণিজ্যের অভিযোগ তোলেন রকিবুল। এছাড়া আরেকটি সাক্ষাৎকারে তিনি হাথুরুর ছেলে চাইক হাথুরুসিংহকে অভ্যন্তরীণ সভা ও ক্রিকেট সংশ্লিষ্টদের সঙ্গে অবাধে উপস্থিতির কারণে ফিক্সিং করতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন। এজন্য তাকে আবারও তলব করা হতে পারে বলে জানা গেছে।

অবশ্য হাথুরুকে নিয়ে মন্তব্য নিয়ে রকিবুল বলেন, ‘আমার মনে হয়েছে প্রতিবাদ করা উচিত। সে কারণে বলেছি।’

কিছুদিন আগে সাকিব আল হাসানদের কোচ হাথুরুসিংহের বড় ছেলে বাবার সঙ্গে ছুটি কাটাতে ঢাকায় আসেন। এরপর তাকে ক্রিকেটারও কোচিং প্যানেলের সঙ্গে পরিচয় করিয়ে দেন হাথুরু। বাবার কোচিং কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি চাইক। পরবর্তীতে বাংলাদেশ দলের অনুশীলন জার্সি পরে জাতীয় দলের অনুশীলন সেশনেও তাকে দেখা গেছে।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com