|
আইপিএলে দল পেলেন মুস্তাফিজ
ডেলটা টাইমস ডেস্ক :
|
![]() আইপিএলে দল পেলেন মুস্তাফিজ নিলামের অ্যাক্সিলারেশন রাউন্ডে মুস্তাফিজকে তার ভিত্তিমূল্য ২ কোটি রুপি দিয়েই দলে টানে রেকর্ড পাঁচবারের আইপিএলজয়ী চেন্নাই সুপার কিংস। ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। অভিষেক মৌসুমেই দুর্দান্ত পারফর্ম করে সবার নজর কাড়েন মুস্তাফিজ। দলকে শিরোপা এনে দেন, সঙ্গে টুর্নামেন্টের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরষ্কারও জেতেন 'কাটার মাস্টার'। পরের মৌসুমেও হায়দরাবাদের জার্সিতে দেখা গেছে তাকে। এরপর মুম্বাই-রাজস্থান হয়ে সর্বশেষ দিল্লি ক্যাপিটালসে দেখা গেছে তাকে। নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়েছিল দিল্লি। সাকিব আল হাসানও নির্বাচনী ব্যস্ততা আর জাতীয় দলে সময় বেশি দিতে এবার নিলামের জন্য নাম দেননি। তাসকিন-শরিফুলরা নিলামের জন্য নাম দিলেও তাদের মূল টুর্নামেন্টে খেলার জন্য বিসিবির অনাপত্তিপত্র দেয়া নিয়ে ধোঁয়াশা ছিল। তাই শেষ পর্যন্ত আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়ে রইলেন মুস্তাফিজুর রহমান। ডেল্টা টাইমস/সিআর
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |