|
আলভারেজের নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপ জিতলো সিটি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আলভারেজের নৈপুণ্যে ক্লাব বিশ্বকাপ জিতলো সিটি ম্যাচের বয়স তখন সবে ৪০ সেকেন্ড, থ্রো ইন থেকে পাওয়া বল ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্স ডিফেন্ডার মার্সেলো বল দিয়ে দিয়ে দেন সিটি ডিফেন্ডার নাথান আকের পায়ে। বক্সের অনেক বাইরে থেকে নেওয়া আকের শট ফ্লুমিনেন্স গোলরক্ষক ফ্যাবিও ফিরিয়ে দিলে ফিরতি বুকে লাগিয়ে লক্ষ্যভেদ করেন আলভারেজ। ম্যাচের ২৭তম মিনিটে আত্মঘাতী গোলে সিটির লিড দ্বিগুন হয়। সিটি মিডফিল্ডার ফোডেনের শট ক্লিয়ার করতে গিয়ে ফ্লুমিনেন্সের ডিফেন্ডার ও অধিনায়ক নিনো পাঠিয়ে দিলেন নিজেদেরই জালে। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় সিটি। আলভারেজের অ্যাসিস্টে ৭২তম মিনিটে স্কোর লাইন ৩-০ করেন ফোডেন। নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে নিজের জোড়া গোলের সঙ্গে সিটির লিডের হালি পূর্ণ করেন আলভারেজ। ডেল্টা টাইমস্/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |