|
দক্ষিণ আফ্রিকার রেকর্ডে চাপা পড়লো বাংলাদেশের ইতিহাস
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() দক্ষিণ আফ্রিকার রেকর্ডে চাপা পড়লো বাংলাদেশের ইতিহাস বেনোনিতে ৩১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের মেয়েরা করতে পারে মাত্র ১০০ রান। ফলে ২১৭ রানের বিশাল জয় পায় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বিপক্ষে এটিই প্রোটিয়াদের সবচেয়ে বড় জয়। এর আগে কিম্বারলিতে ২০১৮ সালে ১৫৪ রানের জয়টি ছিল সবচেয়ে বড়। বাংলাদেশের সামনেও ছিল ইতিহাস গড়ার সুযোগ। এখন পর্যন্ত প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো জয়ের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওই ম্যাচ নিগার সুলতানার দল জিতেছিল ১১৬ রানে। তবে দ্বিতীয় ম্যাচে ৮ উইকেটের জয় নিয়ে সমতায় ফেরে স্বাগতিকরা। ফলে গতকাল সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু প্রোটিয়াদের একের পর এক গড়া রেকর্ডের নিচে চাপা পড়লো বাংলাদেশের ইতিহাস। ওলভারডটকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার করা ২৪৩ রানের উদ্বোধনী জুটি ইনিংসের ৪৩তম ওভারে ভাঙেন মারুফা আক্তার। ১৩৪ বলে ১২৬ রান করেন ওলভারডট। আরেক সেঞ্চুরিয়ান তাজমিন ব্রিটস করেন ১২৪ বলে ১১৮ রান। তাকে সাজঘরে ফিরিয়েছেন রিতু মনি। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩১৬ রানে থামে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে প্রোটিয়াদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন রিতু মনি। শেষ পর্যন্ত মাত্র ৩১.১ ওভারেই ১০০ রানে গুটিয়ে যায় বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আয়াবোঙ্গা খাকা ও নাদিন ডি ক্লার্ক। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |