ঢামেক হাসপাতালে ভুয়া নারী চিকিৎসক আটক
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১২:০২ পিএম

ঢামেক হাসপাতালে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢামেক হাসপাতালে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবন থেকে অ্যাপ্রোণ পরা ও গলায় স্টেথোস্কোপ ঝোলানো অবস্থায় এক ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন আনসার সদস্যরা।  এছাড়া তার কাছ থেকে ঢাকা মেডিকেলের লোগো দিয়ে বানানো একটি আইডি কার্ড জব্দ করা হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে হাসপাতালের নতুন ভবনে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) সামনে থেকে ওই নারীকে আটক করা হয়।

হাসপাতালের নিরাপত্তায় নিয়োজিত থাকা আনসার সদস্যদের প্রধান প্লাটুন কমান্ডার পিসি উজ্জ্বল বেপারি জানান, নতুন ভবনের পাঁচতলার আইসিইউর সামনে থেকে চিকিৎসকদের অ্যাপ্রোণ পরা অবস্থায় ওই নারীকে প্রথম সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি গাইনি ওয়ার্ডের চিকিৎসক বলে জানান। পরে তাকে নিয়ে গাইনি ওয়ার্ডে গেলে কেউই তাকে চিনতে পারেননি।  পরে ওই নারী আরও বলেন, তিনি আউটডোরের চিকিৎসক সেখানেও যোগাযোগ করা হলে তাকে কেউ চিনতে পারেননি। একপর্যায়ে ওই নারী ভুয়া চিকিৎসক স্বীকার করেন। তিনি সাড়ে ৫শ টাকা দিয়ে  নীলক্ষেত থেকে অ্যাপ্রোন কিনেছেন, তার মায়ের খুব ইচ্ছা ছিল তিনি ডাক্তার হবেন।

আনসার সদস্যদের প্রধান উজ্জ্বল আরও বলেন, ধারণা করা হচ্ছে ওই ভুয়া চিকিৎসক ছদ্মবেশ ধারণ করে রোগীদের মোবাইলফোন চুরি করে থাকেন, কারণ কিছুদিন আগে আইসিইউ থেকে মোবাইলফোন চুরি হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তার নামে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

ডেল্টা টিইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com