দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৬:০৬ পিএম আপডেট: ২৭.১২.২০২৩ ৬:০৮ পিএম

দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা

দুই এমপিকে দেড় লাখ টাকা জরিমানা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহারকে ১ লাখ টাকা এবং বরগুনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে শুনানি শেষে তাদের এ জরিমানা করা হয়। আগামী তিন দিনের ট্রেজারি চালানের মাধ্যমে জরিমানার অর্থ জমা দিয়ে তা রিটার্নিং কর্মকর্তাকে তাদের জানাতে হবে। পরবর্তীতে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি ইসিকে অবহিত করবেন।

এর আগে, নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থিতা কেন বাতিল হবে না, সেই ব্যাখ্যা দিতে বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টা ৫ মিনিটের দিকে নির্বাচন কমিশনে হাজির হন আ ক ম বাহাউদ্দীন বাহার। আর একই কারণে বিকেল ৩ টা ৪৫ মিনিটে ইসির তলবের জবাব দিতে ইসিতে হাজির হন ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

ইসিতে হাজির হয়ে আ ক ম বাহাউদ্দীন বাহার ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ইসি কর্মকর্তাদের কাছে তাদের ব্যাখ্যা তুলে ধরেন। পরে তাদের জরিমানা করা হয়।

এদিকে, ইসিতে আচরণবিধি লঙ্ঘনসংক্রান্ত অভিযোগের শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম বাহাউদ্দীন বাহার।

তিনি বলেন, আচরণবিধি ভঙ্গের যে দুটি অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে, তার মধ্যে একটি অনভিপ্রেত। আর অন্য অভিযোগের জন্য আমি দুঃখ প্রকাশ করেছি। আশা করছি আমার প্রার্থিতা বাতিল হবে না।


বক্তব্যে ‘হাত-পা ভেঙে দেওয়া’র বিষয়ে তিনি বলেন, এটা বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে বলা হয়েছিল। নির্বাচনে নাশকতার চেষ্টা চালানো হলে তাদের হাত-পা ভেঙে দেওয়া হবে—এটাই বুঝিয়েছিলাম আমি।

বাহার বলেন, একাত্তর টিভির কুমিল্লা প্রতিনিধিকে নির্বাচনী প্রচারণার সময় গালিগালাজ করেছি— এমন অভিযোগ সত্য নয়। কুমিল্লায় আমি দীর্ঘদিন ধরে রাজনীতি করছি। এই সময়ে এসে আমাকে সাংবাদিককে গালিগালাজ করতে হবে, এত নিচে নেমে যাইনি।


আলোচিত এই সংসদ সদস্য বলেন, বিএনপি-জামায়াতের হাত-পা ভেঙে দেওয়ার মানে এই না যে. কুমিল্লার পুলিশ ব্যর্থ। পুলিশের তুলনায় জনসংখ্যা স্বাভাবিকভাবে অনেক বেশি। আমরা সর্বোচ্চ তাদের সহযোগিতা করতে পারি। যারা নির্বাচনে আসবে না, তাদের ক্ষেত্রে আবার আচরণবিধি কী? তাই ওই কথাটা আমি বলেছিলাম। কিন্তু ইসি যেহেতু এতে আপত্তি জানিয়ে চিঠি দিয়েছে, তাই আমি আর এ ধরনের বক্তব্য দেব না।

অন্যদিকে, বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

এর আগে, আচরণবিধি ভঙ্গের দায়ে সোমবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহার ও বরগুনা-১ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলব করে চিঠি পাঠায় নির্বাচন কমিশন (ইসি)।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com