উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৩:৪৯ পিএম

উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের গোপন কক্ষে সিসি ক্যামেরা, আটক ৩

রাজধানীর ধানমন্ডিতে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরার উপস্থিতি পেয়েছে পুলিশ। একজন নারী ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে উইমেন্স ওয়ার্ল্ডের ধানমন্ডি ২৭ নম্বরের শাখা থেকে ৮টি সিসি ক্যামেরার ডিভিআর উদ্ধার করে। এ সময় আটক করা হয় তিনজকে।

তাদেরকে জিজ্ঞাসাবাদ ও ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পেয়েছে ধানমন্ডি মডেল থানা পুলিশ। এ বিষয়ে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

বুধবার (২৭ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল সন্ধ্যায় এই অভিযান চালানো হয়।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের নারী অধ্যাপক গত মঙ্গলবার ধানমন্ডি ২৭ নম্বরের উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় ফেশিয়াল করতে যান। সেখানে তিনি বিভিন্ন কক্ষে সিসি ক্যামেরা দেখতে পান। এরপর মৌখিকভাবে থানায় অভিযোগ দেন। তার অভিযোগের সত্যতা নিশ্চিতে উইমেন্স ওয়ার্ল্ডের ওই শাখায় গিয়ে ৮টি সিসি ক্যামের ও ডিভিআর উদ্ধার করা হয়। এ সময় শাখার তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়।

ওসি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পাওয়া যায়। ভুক্তভোগী নারী মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তিনি অভিযোগ করবেন না। পুলিশ বাদী হয়ে এ ঘটনায় উইমেন্স ওয়ার্ল্ডের কর্মকর্তাকে আসামি করে মামলা করবে। মামলার পর আটক তিনজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বলেন, উইমেন্স ওয়ার্ল্ডের শাখায় গিয়ে পুলিশ ঘটনার সত্যতা পেয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com