|
পূর্ব-পরিকল্পনা থেকেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() পূর্ব-পরিকল্পনা থেকেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন কেবল মুস্তাফিজই। এদিকে মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে সাশ্রয়ী মূল্যে আরও বেশ কয়েকজন সেরা ক্রিকেটারকে দলে টেনেছে চেন্নাই। এদের মধ্যে আছেন ডেরিল মিচেল, রাচীন রবীন্দ্র এবং সামির রিজভি। এদিকে নিলাম শেষে দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ জানিয়েছেন, অধিনায়ক ধোনির চাহিদা অনুযায়ীই ক্রিকেটারদের কিএনেছেন তারা। এমনকি মুস্তাফিজকে কেনার বীষয়টিও পূর্বপরিকল্পিত ছিল বলেই জানিয়েছেন তিনি। আইপিএল চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়াম। ঐতিহ্যগতভাবেই এই মাঠের পিচে বল কিছুটা থেমে আসে। ফলে মুস্তাফিজ এখানে বেশ ভালো করবেন বলেই ভাবা হচ্ছে। চেন্নাইয়ের প্রধান নির্বাহীও সে কথাই জানিয়েছেন। তিনি বলেন, 'আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।' মুস্তাফিজের ব্যাপারে তিনি বলেন, 'আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।' ডেল্টা টাইমস/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |