পূর্ব-পরিকল্পনা থেকেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১:৪৩ পিএম

পূর্ব-পরিকল্পনা থেকেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই

পূর্ব-পরিকল্পনা থেকেই মুস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই

আইপিএলের আসছে আসরে নতুন ঠিকানায় যোগ দিলেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের অন্যতম সফল দল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসে খেলবেন বাংলাদেশের বাঁহাতি পেসার। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতেই তাকে কিনেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা। তবে সাম্প্রতিক সময়ে এই ক্রিকেটারের পারফরম্যান্স শঙ্কা জাগিয়েছিল আগামী মৌসুমে তার দল পাওয়া নিয়ে। তবে শেষ পর্যন্ত টুর্নামেন্টের সবথেকে সেরা দলেই জায়গা পেয়েছেন তিনি।

এবারের আসরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে থাকবেন কেবল মুস্তাফিজই। এদিকে মুস্তাফিজ ছাড়াও এবারের নিলামে সাশ্রয়ী মূল্যে আরও বেশ কয়েকজন সেরা ক্রিকেটারকে দলে টেনেছে চেন্নাই। এদের মধ্যে আছেন ডেরিল মিচেল, রাচীন রবীন্দ্র এবং সামির রিজভি।

এদিকে নিলাম শেষে দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা কাশি বিশ্বনাথ জানিয়েছেন, অধিনায়ক ধোনির চাহিদা অনুযায়ীই ক্রিকেটারদের কিএনেছেন তারা। এমনকি মুস্তাফিজকে কেনার বীষয়টিও পূর্বপরিকল্পিত ছিল বলেই জানিয়েছেন তিনি।

আইপিএল চেন্নাইয়ের ঘরের মাঠ চিপক স্টেডিয়াম। ঐতিহ্যগতভাবেই এই মাঠের পিচে বল কিছুটা থেমে আসে। ফলে মুস্তাফিজ এখানে বেশ ভালো করবেন বলেই ভাবা হচ্ছে। চেন্নাইয়ের প্রধান নির্বাহীও সে কথাই জানিয়েছেন।


তিনি বলেন, 'আমি বলব যে যাদেরকে নেওয়ার লক্ষ্য আমাদের ছিল, তাদের প্রায় সবাইকেই পেয়েছি। সত্যি বলতে, মিচেলকে নিয়ে আমাদের পরিকল্পনা ছিল।'

মুস্তাফিজের ব্যাপারে তিনি বলেন, 'আমাদের আরও মনে হয়েছে, মাঠের দুই পাশের সীমানা বিবেচনায় নিয়ে চিপকের উইকেটে মোস্তাফিজ ভালো একটি পছন্দ হতে পারে। আমাদের ভাবনায় এসব ছিল, কিন্তু আমরা নিশ্চিত ছিলাম না যে তাদেরকে পাব কিনা। সৌভাগ্যবশত, এবারের নিলাম ভালো কেটেছে আমাদের জন্য।'

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com