|
দুই বিএনপি নেতার সন্ধান চেয়ে হাইকোর্টে পরিবারের রিট
ডেল্টা টাইমস ডেস্ক:
|
বগুড়ার দুই বিএনপি নেতা দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেনের সন্ধান চেয়ে হাইকোর্টে রিট করেছেন তাদের পরিবার। আগামীকাল বুধবার (২৭ ডিসেম্বর) বিচারপতি আবু তাদের মুহাম্মদ সাইফুর রহমানের বেঞ্চে রিটের শুনানি হবে বলে জানিয়েছেন তাদের আইনজীবী। পুলিশ মহাপরিদর্শক, গোয়েন্দা পুলিশ, র্যাব, বগুড়ার কাহালু থানার ওসিসহ সংশ্লিষ্টের রিটে বিবাদী করা হয়েছে। পরিবারের দাবি, গত ১৪ ডিসেম্বর বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গেলে সেখানে বিকেল পাঁচটার দিকে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নেন। এরপর দুপচাঁচিয়া সদরে নিয়ে এসে তার ফোনে দেলোয়ার নামের আরেকজনকে ডেকে এনে তুলে নেন। এরপর থেকে দুজনের কোনো হদিস মিলছে না। নিখোঁজ বিএনপির দুই নেতা হলেন কাহালু উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলা বিএনপির ত্রাণ ও দুর্যোগ-বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |