বিশ্বকাপে ব্যাটিং ব্যর্থতার কারণ জানালেন সাকিব
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ২:০৯ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন ছিল বাংলাদেশের। কিন্তু প্রত্যাশার সিকি ভাগও পূরণ করতে পারেননি সাকিব বাহিনী। বিশ্বকাপ তো দূরের কথা, পয়েন্ট টেবিলের সেরা আটে থাকতেই যুদ্ধ করতে হয় টাইগারদের। দলের পারফরম্যান্স এতটাই বাজে ছিল যে নেদারল্যান্ডসের মতো দলের কাছেও হারতে হয় সাকিব-লিটনদের। সবমিলিয়ে বলাই যায়, ভারত বিশ্বকাপে চরম ব্যর্থ টিম টাইগার্স।

ওয়ানডে মহারণের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট আর ওয়ানডেতে জয় পেলেও এখন পর্যন্ত বিশ্বমঞ্চে টাইগারদের ব্যর্থতায় ভাইটাল ইস্যু। ভারতে পাড়ি জমানোর আগে নানান নাটকীয়তার পর দলপতির গুরুদায়িত্ব পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে সব বিতর্ক ছাপিয়ে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের মতো আরও একবার সাকিবের থেকে অতিমানবীয় পারফরম্যান্সই প্রত্যাশা করেছিল টাইগার ভক্তরা।

তবে ৫০ ওভারের মহাযজ্ঞে নিজের চিরচেনা ছন্দে আলো ছড়াতে পারেননি সাকিব। ইনজুরির কারণে খেলা হয়নি গুরুত্বপূর্ণ ম্যাচেও। আর যেসব ম্যাচে খেলেছেন, সেগুলোতেও তার থেকে সাকিব-সুলভ পারফরম্যান্স দেখা যায়নি। বিশেষ করে ব্যাট হাতে মোটেই নজর কাড়তে পারেননি টাইগার কাপ্তান। এবার লম্বা সময় পর বিশ্বমঞ্চে নিজের নিষ্প্রভতা নিয়ে মুখ খুলেছেন তিনি।

এদিকে বর্তমানে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন সাকিব। এরই মধ্যে ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের মুখোমুখি হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেখানে সাকিবের মন্তব্য, বিশ্বকাপের পুরোটা সময় চোখের সমস্যায় ভুগেছেন তিনি।

তার ভাষ্যমতে, বিশ্বকাপে কেবল এক কিংবা দুই ম্যাচের জন্য না, বরং পুরোটা বিশ্বকাপই আমি চোখের সমস্যায় ভুগেছি। মূলত স্ট্রেস থেকেই এমন সমস্যার উৎপত্তি।

সাকিব মন্তব্য, যখন আমি সেখানে (ভারতে) ডাক্তারের কাছে যাই, তখনও আমার কর্নিয়া বা রেটিনায় পানি জমে ছিল। তারা আমাকে ড্রপ্স দিয়েছিল আর এ-ও বলা হয়েছিল, মানসিক চাপ কমাতে। আমি জানি না, এটাই সমস্যার (চোখের দৃষ্টি কমে আসা) কারণ কিনা। কিন্তু যখন আমি আবার আমেরিকায় (বিশ্বকাপের পর) পরীক্ষা করাই, আমার কোনো চাপ ছিল না। আমি ডাক্তারকে বলেছিলাম, বিশ্বকাপ নেই। তাই চাপ-ও নেই।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com