|
২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো ইত্তিহাদের বিপক্ষে রোনালদো প্রথম গোলটি করেন ম্যাচের ১৯ মিনিটে। নিজেদের বক্সে আল নাসেরের আল লাজামিকে বেনজেমা ফাউল করলে পেনাল্টি পায় রোনালদোর দল। আর স্পট কিকে লক্ষ্যভেদ করেন পর্তুগীজ তারকা। এরপর ম্যাচের ৬৮ মিনিটে ফের পেনাল্টি পায় আল নাসের। এবারেও জালের দেখা পান সিআরসেভেন। পেনাল্টিতে করা এই দ্বিতীয় গোলেই হ্যারি কেইন, কিলিয়ান এমবাপে এবং আর্লিং হলান্ডকে পেছনে ফেলেছেন রোনালদো। এ বছর জাতীয় দল এবং ক্লাব মিলিয়ে মোট ৫৩টি গোল করেছেন তিনি। ফলে এ বছর সবথেকে বেশি গোল করার রেকর্ডও করেছেন তিনি। ![]() ২০২৩ সালের সর্বোচ্চ গোলদাতা রোনালদো এ বছর জাতীয় দল এবং ক্লাবের জার্সিতে মোট ৫৮ ম্যাচ খেলে ৫৩টি গোল করেছেন রোনালদো। এছাড়া ১৫টি গোলে সহায়তাও করেছেন তিনি। সব মিলিয়ে মোট ৬৮টি গোলে প্রত্যক্ষ বা পরক্ষভাবে অবদান রেখেছেন পর্তুগীজ মহাতারকা। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |