হোমনায় ৪৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:
|
![]() হোমনায় ৪৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি পূজা মণ্ডপগুলোতে প্রতিমা শিল্পীরা রাত জেগে কাজ করছেন। রঙ তুলতে গিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তারা। মণ্ডপ সাজানোর কাজে যোগ দিয়েছেন স্থানীয় যুবক-যুবতীরাও। কোথাও চলছে বাঁশ, কাপড় ও কাঠ দিয়ে মণ্ডপ সাজানোর কাজ, আবার কোথাও রঙিন আলোয় আলোকিত করা হচ্ছে চারপাশ। ফলে মণ্ডপগুলো এখন যেন উৎসবের আঙিনা হয়ে উঠেছে। শারদীয় দুর্গাপূজাকে ঘিরে নিরাপত্তা বিষয়টিও সর্বাধিক গুরুত্ব পাচ্ছে। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। আনসার ও পুলিশের পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ব্যবস্থা। পূজা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে সর্বোচ্চ প্রস্তুতি। হোমনা উপজেলা নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, “পূজার প্রস্তুতিতে প্রতিটি মণ্ডপই কর্মচাঞ্চল্যে মুখর। শিল্পীরা দিন-রাত কাজ করছেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।” হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহল চলছে। পূজা চলাকালীন যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা সর্বদা প্রস্তুত আছি।” স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানিয়েছেন, মণ্ডপগুলোতে উৎসবের আমেজ বইছে। শিল্পীরা পরিশ্রম করে প্রতিমা গড়ছেন, স্বেচ্ছাসেবকরা মণ্ডপ সাজাচ্ছেন। তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবারের দুর্গাপূজাও শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে। হোমনার গ্রাম-গঞ্জেও এখন উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক-ঢোলের শব্দ, ব্যস্ততায় মেতে আছেন কারিগর ও আয়োজকরা। রঙ, তুলির আঁচড় এবং আলো-ঝলমলে সাজসজ্জা মিলিয়ে প্রতিটি মণ্ডপ হয়ে উঠেছে সৌন্দর্যের প্রতিযোগিতায় ভরপুর। সব মিলিয়ে হোমনা উপজেলায় এবারের শারদীয় দুর্গাপূজা শিল্পী, আয়োজক, সাধারণ মানুষ ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় উৎসবমুখর হয়ে উঠেছে। প্রত্যাশা একটাই—সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হবে এ বর্ণিল আয়োজন। ডেল্টা টাইমস্/আল্ আমিন শাহেদ/সিআর/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |