চট্টগ্রামে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
চট্টগ্রাম প্রতিনিধি:
|
![]() . মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে রাউজানের মদুনাঘাট ব্রিজ সংলগ্ন হাটহাজারী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাচখাইন গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ওই এলাকায় ‘হামিম অ্যাগ্রো’ নামে একটি গরুর খামারের মালিক ছিলেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন আবদুল হাকিম। তিনি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হলেও তার দলীয় পদ-পদবির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঠিক কী কারণে বা কে বা কারা তাকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার সময় তার ব্যবহৃত গাড়ি ঘটনাস্থলে পড়ে রয়েছে। বিএনপির দলীয় সূত্রও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া বলেন, “গুলির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে বিস্তারিত জানানো হবে। এরপর আইনি প্রক্রিয়া শুরু করা হবে।” ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |