নবম গ্রেড বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে শিক্ষকরা সরব
নিজস্ব প্রতিবেদক:
|
![]() নবম গ্রেড বাস্তবায়ন ও পদোন্নতির দাবিতে শিক্ষকরা সরব খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন্নেসা বলেন, “আঞ্চলিক উপপরিচালকদের ক্ষমতা কলেজ শিক্ষকের হাতে চলে যাওয়ায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অধিকার ক্ষতিগ্রস্ত হয়েছে।” সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আবদুস সালাম উল্লেখ করেন, “আপিল বিভাগের চূড়ান্ত রায়ের পরও বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়িত হচ্ছে না, যা শিক্ষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি করেছে।” মতিঝিলের থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, “মাউশিতে কাজের চাপ বেশি থাকায় আলাদা স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর বাস্তবায়ন করলে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন সম্ভব।” শিক্ষার্থী ও অভিভাবকরা কেবল সমস্যা তুলে ধরেননি, বরং আর্থিক স্বচ্ছলতা ও শিক্ষার মানোন্নয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। উদ্বোধক অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে বলা হয়, “মাধ্যমিকে আসা শিক্ষকরা উচ্চশিক্ষিত। তাই এন্ট্রিপদ নবম গ্রেডের মাধ্যমে চারস্তরীয় পদসোপান অপরিহার্য। অন্যথায় মেধাবীরা এই পেশায় আকৃষ্ট হবেন না।” অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির প্রধান সমন্বয়ক রেবেকা জাহান, অন্যান্য সমন্বয়ক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, অভিভাবক ও শিক্ষার্থী প্রমুখ। ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |