ইবিতে ট্যুরিজম বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদ্যাপিত
ইবি প্রতিনিধি:
|
![]() ইবিতে ট্যুরিজম বিভাগের উদ্যোগে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদ্যাপিত শনিবার (২৭ সেপ্টেম্বর) এ উপলক্ষ্যে সকাল থেকে নানা কর্মসূচির আয়োজন করে বিভাগটি। কর্মসূচির মধ্যে ছিল রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কেককাটা ও বৃক্ষরোপণ। বিশ্ব পর্যটন দিবসের এবারের থিমকে কেন্দ্র করে আয়োজিত রচনা প্রতিযোগিতায় সেরা তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। দিনের শুরুতে ব্যবসায় প্রশাসন অনুষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালির পূর্বে সেখানে কেককাটা, বৃক্ষরোপণ এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সেলিনা নাসরিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক ড. শরিফুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা।
র্যালি শেষে সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “পর্যটন ও হসপিটালিটি খাত বর্তমান বিশ্বে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের অন্যতম চালিকাশক্তি। এই বিষয়ে বাংলাদেশে গবেষণা ও দক্ষ জনশক্তি তৈরির বিশাল সুযোগ রয়েছে। ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চশিক্ষা শেষে এ খাতকে পেশা হিসেবে গ্রহণ করে দেশের পর্যটন শিল্পকে আন্তর্জাতিক মানে উন্নীত করবে বলে আমি আশা করি।” তিনি আরও বলেন, “প্রশিক্ষিত ও যোগ্য জনশক্তির মাধ্যমে দেশীয় ও বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা সম্ভব। শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সম্ভাবনাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে।” ডেল্টা টাইমস্/মাহফুজুল হক পিয়াস/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |