নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৭ সাংবাদিক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৭:৪৮ পিএম

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৭ সাংবাদিক

নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পাচ্ছেন ২৭ সাংবাদিক

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এবার বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ দেবে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’।

বুধবার (৮ অক্টোবর) ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যৌথভাবে এ ঘোষণা দিয়েছে নগদ ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি। এবারের পুরস্কারের নামকরণ করা হয়েছে নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫।

পুরস্কারটি প্রিন্ট-অনলাইন এবং টেলিভিশন-রেডিও—দুটি বিভাগে ২৫টি ক্যাটাগরিতে দেওয়া হবে। এছাড়া সব মিডিয়ার জন্য উন্মুক্ত আরও দুটি বিশেষ পুরস্কারের মাধ্যমে সেরা রিপোর্টের জন্য ২৭ জনকে পুরস্কার দেওয়া হবে। দেশের ১০ জন জ্যেষ্ঠ সাংবাদিক জমা পড়া রিপোর্টের মধ্য থেকে বছরের সেরা রিপোর্ট নির্বাচন করবেন।

সংগঠনের সদস্যরা গত ১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে প্রকাশিত প্রতিবেদনগুলো মনোনয়নের জন্য জমা দিতে পারবেন। রিপোর্ট জমা নেওয়া শুরু হবে ৮ অক্টোবর থেকে এবং শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৪ অক্টোবর ২০২৫।

সংবাদ সম্মেলনে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, বছরের সেরা রিপোর্টের জন্য রিপোর্টারদের সম্মানিত করা সাংবাদিকতাকে এগিয়ে নেওয়ার একটি ইতিবাচক উদ্যোগ। ডিআরইউ এর জন্মকাল থেকে এই দায়িত্ব পালন করে আসছে, যার ইতিবাচক প্রভাব সাংবাদিকতার ওপর পড়েছে।

ডিআরইউ সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, এবারের আয়োজনে ডিআরইউ-এর অংশীদার নগদ। দেশীয় এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসটি নানান উদ্ভাবন দিয়ে ইতিমধ্যেই সাড়া ফেলেছে এবং ডিজিটাল লেনদেন খাতে অল্প সময়েই বড় জায়গা করে নিয়েছে। তিনি জানান, আগামী এক মাসের মধ্যে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হবে।

নগদ-এর চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, সাংবাদিকদের কাজের মাধ্যমে সবচেয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই নগদ বারবার এই আয়োজনের সঙ্গে যুক্ত হচ্ছে এবং সাংবাদিকদের ভালো রিপোর্ট করার জন্য উৎসাহিত করছে।

সংবাদ সম্মেলনে নগদ-এর হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স মুহাম্মদ জাহিদুল ইসলাম, ডিআরইউ সহ-সভাপতি গাযী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, নারী বিষয়ক সম্পাদক রোজিনা রোজী, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য আমিনুল হক ভূইয়া এবং ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।

নগদ এর আগেও ডিআরইউ-এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছে।

আবেদনের নিয়ম

১. শুধুমাত্র ডিআরইউ'র সদস্যরা অ্যাওয়ার্ডের জন্য রিপোর্ট জমা দিতে পারবেন। তবে কার্যনির্বাহী কমিটির কেউ এতে অংশ নিতে পারবেন না।

২.আগামী ১৪ অক্টোবর, ২০২৫ মঙ্গলবার রাত ৮টার মধ্যে ডিআরইউ কার্যালয়ে প্রতিবেদন জমা দিতে হবে। 

৩. ১ সেপ্টেম্বর, ২০২৪ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন অ্যাওয়ার্ডের জন্য জমা দেয়া যাবে। কোনো অ্যাওয়ার্ড প্রাপ্ত রিপোর্ট পুনরায় জমা দেওয়া যাবে না।)

৪. বিশেষ পুরস্কারসহ একজন সদস্য ৩টি বিষয়ে রিপোর্ট জমা দিতে পারবেন। তবে একজন সদস্য বিশেষ পুরস্কারসহ একটির বেশি বিষয়ে পুরস্কারের জন্য বিবেচিত বা মনোনীত হবেন না। একই রিপোর্ট একাধিক ক্যাটাগরিতে জমা দেয়া যাবে না।

৫. কোন ক্যাটাগরিতে কমপক্ষে ৫টি রিপোর্ট জমা না হলে ওই ক্যাটাগরি পুরষ্কারের জন্য বিবেচিত হবে না।

৬. প্রিন্ট ও অনলাইনের ক্ষেত্রে প্রকাশিত রিপোর্টের মূলকপি এবং ৪টি কম্পোজ করা কপি জমা দিতে হবে। মূল কপিতে সংশ্লিষ্ট সংবাদপত্র ও অনলাইনের সম্পাদক/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক-এর যে কোনো একজনের সত্যায়িত হতে হবে। কম্পোজ করা কপির কোথাও রিপোর্টার ও সংবাদপত্র/অনলাইনের নাম উল্লেখ করা যাবে না। এগুলো সত্যায়িত করারও প্রয়োজন নেই।

৭. টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে প্রচারিত রিপোর্টের ৪ কপি সিডি/পেন ড্রাইভ জমা দিতে হবে। সেই-সঙ্গে রিপোর্টটির সংবাদ পাঠকের পঠিত অংশসহ (লিঙ্ক) ৪ কপি লিখিত স্ক্রিপ্ট জমা দিতে হবে। রিপোর্টটি কোন তারিখে প্রচারিত হয়েছে তা উল্লেখ পূর্বক টিভি ও রেডিও'র সম্পাদক/বার্তা প্রধান/বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদকের প্রত্যয়ন পত্র দিতে হবে।

৮. টিভি ও রেডিও রিপোর্টিংয়ের ক্ষেত্রে রিপোর্ট অবশ্যই ঢাকা থেকে সম্প্রচারিত চ্যানেলের নিউজ বুলেটিনে প্রচারিত হতে হবে। টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান রিপোর্ট হিসেবে গণ্য হবে না। ঢাকার বাইরের প্রতিনিধিদের পাঠানো কোনো রিপোর্টের সংকলন পুরস্কারের জন্য বিবেচিত হবে না। খামের উপর রিপোর্টারের নাম, রিপোর্টের বিষয় ও ক্যাটাগরি উল্লেখ করতে হবে।

৯. মূল রিপোর্টের সঙ্গে পাসপোর্ট সাইজের দু'কপি রঙিন ছবিসহ রিপোর্টারের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

১০. উপরের নিয়মগুলো যথাযথভাবে অনুসরণ না করলে সংশ্লিষ্ট রিপোর্ট বাতিল বলে গণ্য হবে। যে কোন জটিলতা নিরসনে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। নগদ এর আগেও ডিআরইউ-এর বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড আয়োজনের সঙ্গে যুক্ত থেকেছে।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com