ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃত ৩, ধ্বংসস্তূপের নিচে আটকা অন্তত ৩৮ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটেছে সিদোয়ারজো শহরে। আত্মীয়স্বজনদের খোঁজে উদ্বিগ্ন পরিবার ও উদ্ধারকর্মীরা ইতিমধ্যে বহু তলা ভবনটির চারপাশে জড়ো হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার বিকেলে নামাজের সময় শিক্ষার্থীরা জড়ো থাকা অবস্থায় ভবনটি হঠাৎ ধসে পড়ে। জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মোহাম্মদ স্যাফি সাংবাদিকদের জানান, ‘ভিকটিমের সংখ্যা ১০২ জন। এর মধ্যে ৯৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, ৩ জন মারা গেছেন।’ তিনি আরো বলেন, ‘এখনো ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা জীবিতদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।’ জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র আবদুল মুহারি জানান, এখনো ৩৮ জনকে ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সিদোয়ারজোর একটি স্থানীয় হাসপাতালের প্রধান আতক ইরাওয়ান সাংবাদিকদের জানান, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় জরুরি বিভাগে আরো দুজনের মৃত্যু হয়েছে। ইন্দোনেশিয়ায় দুর্বল নির্মাণমান নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। চলতি মাসের শুরুতে পশ্চিম জাভায় একটি ভবন ধসে অন্তত ৩ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছিলেন, যেখানে দোয়া অনুষ্ঠান চলছিল। সূত্র: এএফপি ডেল্টা টাইমস্/আইইউ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |