কথায়-কাজে অসঙ্গতি: মহান আল্লাহর কঠোর সতর্কবার্তা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:০১ পিএম

কথায়-কাজে অসঙ্গতি: মহান আল্লাহর কঠোর সতর্কবার্তা

কথায়-কাজে অসঙ্গতি: মহান আল্লাহর কঠোর সতর্কবার্তা

আপনি কি কখনো ভেবে দেখেছেন, আপনার কথার সাথে কাজের যে ফারাক, তা আপনাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে নিয়ে যেতে পারে? কথায়-কাজে অসঙ্গতি বা অমিল ভয়ংকর নৈতিক দুর্বলতা। পবিত্র কোরআন ও হাদিসের দৃষ্টিতে এটি মুনাফিকির লক্ষণ এবং আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত এক আচরণ। মহান আল্লাহ মুমিনদেরকে এই আত্মপ্রবঞ্চনা থেকে কঠোরভাবে সতর্ক করেছেন। যে ব্যক্তি মুখে কল্যাণের কথা বলে, কিন্তু বাস্তবে তা নিজে পালন করে না, তার জন্য রয়েছে ভয়াবহ পরিণতি। এই প্রবন্ধে পবিত্র কোরআনের স্পষ্ট আয়াত এবং রাসুলুল্লাহ (স.)-এর হাদিসের আলোকে কথা ও কাজের মিল রাখার গুরুত্ব ও এর ব্যতিক্রমের ভয়াবহতা তুলে ধরা হলো।

আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণার কাজ

পবিত্র কোরআনের সুরা সফের ২ ও ৩ নং আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য রাখার কঠোর নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন- ‘يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا لِمَ تَقُوۡلُوۡنَ مَا لَا تَفۡعَلُوۡنَ ‘হে ঈমানদারগণ! তোমরা যা কর না, তা কেন বল?’ (সুরা সফ: ২)

পরবর্তী আয়াতে তিনি এর ভয়াবহতা স্পষ্ট করেছেন- كَبُرَ مَقۡتًا عِنۡدَ اللّٰهِ اَنۡ تَقُوۡلُوۡا مَا لَا تَفۡعَلُوۡنَ ‘তোমরা যা কর না, তা বলা আল্লাহর নিকট অত্যন্ত ঘৃণার কাজ।’ (সুরা সাফ: ৩)

এই আয়াতগুলো মূলত সেই মুমিনদের উদ্দেশে নাজিল হয়েছিল, যারা মুখে আল্লাহর প্রিয় কাজ করার অঙ্গীকার করত, কিন্তু বাস্তবে অলসতা ও গাফিলতির কারণে তা পালন করত না। আল্লাহ এখানে স্পষ্ট বার্তা দিলেন— ‘কথা বললে তা বাস্তবে প্রয়োগ করো; মুখে কল্যাণের আহ্বান করো না যদি তা নিজে পালন না করো।’

জ্ঞানের অপমান ও আমলের ব্যর্থতা

সুরা বাকারার ৪৪ নং আয়াতে আল্লাহ তাআলা একই সতর্কতা দিয়েছেন, যা মূলত ইহুদি আলেমদের উদ্দেশে নাজিল হয়েছিল- اَتَاۡمُرُوۡنَ النَّاسَ بِالۡبِرِّ وَ تَنۡسَوۡنَ اَنۡفُسَکُمۡ وَ اَنۡتُمۡ تَتۡلُوۡنَ الۡکِتٰبَ ؕ اَفَلَا تَعۡقِلُوۡنَ ‘তোমরা কি মানুষকে ভালো কাজের আদেশ দিচ্ছ আর নিজদেরকে ভুলে যাচ্ছ? অথচ তোমরা কিতাব তেলাওয়াত কর। তোমরা কি বুঝ না?’ (সুরা বাকারা: ৪৪)

এই আয়াত শিক্ষা দেয় যে, কথা ও কাজের অমিল কেবল ভণ্ডামি নয়, বরং এটি জ্ঞানের অপমান ও আমলের ব্যর্থতা। কিতাবের জ্ঞান থাকা সত্ত্বেও যদি কেউ নিজে তা না মানে, তবে এর চেয়ে বড় নির্বুদ্ধিতা আর হতে পারে না।

মুনাফিকির প্রথম চিহ্ন

ইসলামের দৃষ্টিতে কথা ও কাজের অমিল সরাসরি মিথ্যাচার, যা একটি কবিরা গুনাহ এবং মুনাফিকির প্রধান চিহ্ন। রাসুলুল্লাহ (স.) বলেছেন- ‘মুনাফিকের তিনটি লক্ষণ আছে—যখন কথা বলে মিথ্যা বলে; যখন ওয়াদা করে তা ভঙ্গ করে; এবং যখন আমানত রাখা হয়, খেয়ানত করে।’ (সহিহ বুখারি: ৩৩; সহিহ মুসলিম: ৫৯)

এই হাদিস স্পষ্টভাবে দেখায় যে, কথার সঙ্গে কাজের অসঙ্গতি মুসলিম চরিত্রের বৈশিষ্ট্য হতে পারে না। একজন প্রকৃত মুমিন মুখে এক, আর কাজে আরেক হন না।

জাহান্নামের টিকিট

জাহান্নামের সর্বনিম্ন স্তর: আল্লাহ তাআলা সতর্ক করে বলেন: ‘নিশ্চয় মুনাফিকরা থাকবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে।’ (সুরা নিসা: ১৪৫)

মেরাজের রাতে কঠিন শাস্তি: মেরাজের রাতে রাসুলুল্লাহ (স.) এমন কিছু লোক দেখেছিলেন, যাদের জিহ্বা ও ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছিল। জিব্রাইল (আ.) বললেন: ‘এরা আপনার উম্মতের সেই লোক, যারা অন্যকে সৎ কাজের আদেশ দিত কিন্তু নিজে তা পালন করত না।’ (মুসনাদে আহমদ: ১২২১১)

কেয়ামতের দিনের লজ্জা: আরেক হাদিসে আছে, কেয়ামতের দিন এমন এক ব্যক্তিকে আনা হবে, যাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে বলবে- ‘আমি মানুষকে সৎ কাজের নির্দেশ দিতাম কিন্তু নিজে করতাম না, অসৎ কাজে নিষেধ করতাম কিন্তু নিজেই তা করতাম।’ (বুখারি: ৩২৬৭; মুসলিম: ২৯৮৯)

বর্তমান সমাজে প্রয়োগ ও করণীয়

আজকের যুগে সামাজিক মাধ্যমে ইসলাম প্রচার এবং ব্যক্তিগত জীবনে উদাসীনতা ক্রমে বাড়ছে। ওয়ায়েজ, দাঈ, শিক্ষক, নেতা ও ধর্মীয় দায়িত্বশীল ব্যক্তিরা বিশেষ করে এই আয়াতগুলোর গুরুতর বার্তা যেন ভুলে না যান—‘নিজে না মানলে অন্যকে বলো না।’ ইসলামের দৃষ্টিতে এটি এক প্রকার আত্মপ্রবঞ্চনা।

আমাদের করণীয়

১.  নিজের আমল সংশোধন: প্রথমে নিজের আমলকে সংশোধন করা, তারপর অন্যকে নসিহত করা।
২.  ইখলাস ও আমলের মিল: দ্বীন প্রচারে ইখলাস (একনিষ্ঠতা) এবং আমলের মিল বজায় রাখা।
৩.  প্রতিশ্রুতির বাস্তবায়ন: প্রতিশ্রুতি দেওয়ার আগে তার বাস্তবায়নের প্রস্তুতি নেওয়া।
৪.  আত্মসমালোচনা: মুনাফিকির লক্ষণগুলো থেকে দূরে থাকতে আত্মসমালোচনার চর্চা করা।

সুরা সফ ও সুরা বাকারার এই আয়াতগুলো এবং সহিহ হাদিসগুলো স্পষ্ট বার্তা দেয়—‘যা বলো, তা করো; যা করতে পারবে না, তা বলো না।’ মুমিনের মর্যাদা তার কথায় নয়, বরং সেই কথার বাস্তব প্রয়োগে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য স্থাপনের তাওফিক দিন। আমিন।


ডেল্টা টাইমস্/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com