শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() শিক্ষকদের বেতন ভাতার বিষয়টি নিয়ে কাজ করতে হবে: গণশিক্ষা উপদেষ্টা রোববার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, মানব শিশু থেকে মানুষ হয়ে ওঠার মাধ্যমই হচ্ছে শিক্ষা। শিক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে এটা একটি মানবিক সম্পর্ক। এই সম্পর্ক একটি শিশুর বিকাশে খুব গুরুত্বপূর্ণ। তিনি বলেন, শিক্ষাকে শুধু প্রাতিষ্ঠানিক গণ্ডির মধ্যে দেখা উচিত নয়। আমরা মুখে মুখে যতই সম্মান করি না কেন, আমাদের বেতন স্কেলগুলো প্রমাণ দেয় তার সম্মান কোথায় ৷ একজন কম্পিউটার অপারেটর আর এর একজন শিক্ষকের গ্রেড এক। তাহলে মুখে যতই বলি শিক্ষকরা মর্যাদাবান কিন্তু তার বাস্তব প্রকাশ স্পষ্ট। সুতরাং শিক্ষকদের বেতন ভাতার এই বিষয়টি নিয়ে আমাদের কাজ করতে হবে। সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, শিক্ষক নিয়োগে মেধার প্রতি আকর্ষণ রাখতে হবে। ব্যক্তিগত মোহ যাদের মধ্যে নেই কিন্তু পদের প্রতি দায়বদ্ধতা আছে, তাদেরকেই উপাচার্য নিয়োগ দিতে হবে। আমরা পাকিস্তানের দিকে তাকালে দেখতে পাই, তারা আমাদের চেয়ে সব সূচকে পিছিয়ে থাকার পরেও তাদের অন্যসব পেশাজীবীদের থেকে শিক্ষকদের বেতন দুই থেকে তিনগুণ বেশি। সুতরাং এ শিক্ষকদের বেতন ভাতা নিয়ে এখন সরকারের উদ্যােগ নেওয়ার সময় এসেছে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |