মেয়েদের অগ্রযাত্রাই দেশের অগ্রযাত্রা: শারমীন এস মুরশিদ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৩:৪৯ পিএম

মেয়েদের অগ্রযাত্রাই দেশের অগ্রযাত্রা: শারমীন এস মুরশিদ

মেয়েদের অগ্রযাত্রাই দেশের অগ্রযাত্রা: শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, "১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের মতোই ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তোমাদের জয়ধ্বনি শোনা যায়। তোমাদের সংগ্রামের স্বীকৃতি মিলবে, বিজয়ের আনন্দ ভাগ করে নেবো এবং আগামী দিনে তোমরাই এই দেশের নির্মাতা হবে। আজকের কন্যাশিশুরাই গড়ে তুলবে আগামীর বাংলাদেশ।"

তিনি বুধবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত 'জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫' উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, এবারের প্রতিপাদ্য 'আমি কন্যাশিশু—স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি'—কন্যাশিশুদের আত্মমর্যাদা, দক্ষতা, সাহসিকতা ও নেতৃত্বে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করছে। তিনি আরও বলেন, "দেশের অর্ধেক জনগোষ্ঠীই নারী। কন্যাশিশুদের প্রতি বৈষম্য চালিয়ে গেলে সুষ্ঠু সমাজ ও আলোকিত দেশ গড়ে তোলা সম্ভব নয়। পরিবার, সমাজ ও রাষ্ট্রকে তাদের অগ্রগতির পথে প্রতিবন্ধকতাগুলো দূর করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।"

তিনি উল্লেখ করেন, "কন্যাশিশুরা এখন আর বোঝা নয়। তারা সুযোগ পেলে দক্ষ ও যোগ্য হয়ে উঠতে পারে। একজন নারী মানব সম্পদ, আর কন্যাশিশুরা তার অঙ্কুর। বাংলার নারীরা আজ শিক্ষিত হচ্ছে, নতুন পেশায় যুক্ত হচ্ছে, খেলাধুলায় অংশ নিচ্ছে, সর্বোপরি দেশের সুনাম রক্ষা করছে। যখন মেয়েরা মাথা উঁচু করে দাঁড়ায়, দেশও মাথা উঁচু করে দাঁড়ায়।"

উপদেষ্টা বলেন, "আমরা মন্ত্রণালয়ে দায়িত্ব গ্রহণের পর অনিয়ম দূর করতে অবকাঠামোগত পরিবর্তন এনেছি। নারী নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে, যা দেশের যেকোনো স্থানে পৌঁছে পরিস্থিতি মোকাবিলা করছে। তোমাদের সাথে সংযোগ বাড়াতে আমার ফেসবুকে একটি বারকোড দেওয়া হয়েছে। আজ থেকে তোমাদের সাথে আমার সরাসরি সংযোগ স্থাপিত হলো।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি (সভাপতি), জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি ড. বদিউল আলম মজুমদার, মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কাজী গোলাম তৌসিফ, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম, এবং শিশু বক্তা মোছাম্মদ আনিকা ও নুসরাত জাহান এমি।

জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সহসভাপতি শাহীন আক্তার ডলি স্বাগত বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয় এবং উপদেষ্টা শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এর আগে সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুল গেট থেকে শিশু একাডেমি পর্যন্ত একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমীন এস মুরশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, কন্যাশিশু, গার্লগাইডস, রেঞ্জারসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা।


ডেল্টা টাইমস্/সিআর/আইইউ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-২২৬৬৩৯০১৮, ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com